নিজস্ব সংবাদদাতা: হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নিজেদের সেরা ছন্দে দেখা গেল না এটিকে-মোহনবাগান। তাই দশ জনের হায়দরাবাদ এফসিকেও হারাতে পারল না বাগান। এক সময় মনে হয়েছিল ম্যাচ হারতে চলেছে অ্যান্টোনিও হাবাসের দল। শেষ পর্যন্ত প্রীতমের গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল বাগান। ম্যাচটি ড্র হল ২-২ গোলে।
প্রথমার্ধে বেশ সাদা-মাটা ফুটবল খেলেছেন বাগানের ফুটবলাররা। ৫ মিনিটের মধ্যেই হায়দরাবাদের চিনগ্লেনসানা সিং লাল কার্ড দেখেন। কিন্তু সেই সুবিধা নিতে পারেনি এটিকে-মোহনবাগান। উল্টে গোল খেয়ে যায় বাগান। ম্যাচের ৮ মিনিটে আরিডেন গোল করে হায়দরাবাদ এফসিকে এগিয়ে দেন। প্রীতমের ব্যাক পাস ফলো করেই গোল করেন আরিডেন। এরপর দশ জনের হায়দরাবাদ এফসিও দাপট দেখাতে শুরু করে। রয় কৃষ্ণারা চেষ্টা করলেও সমতা ফিরতে পারেনি ওই অর্ধে। বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল হায়দরাবাদ এফসি।
প্রতিদিনের মতই এদিনও একই ছবি দেখা গেল হায়দরাবাদ ম্যাচে। বিরতির পরে অন্য ফুটবল মেলে ধরল হাবাসের ছেলেরা। ম্যাচের ৫৭ মিনিটে উইলিয়ামসের ডিফেন্স চেরা পাস থেকে গোল করেন মনবীর সিং। ম্যাচের ৭৪ মিনিটে রোনাল্ড অলবার্গ গোল করে হায়দরাবাদ এফসিকে এগিয়ে দেন। তবে গোল খেলেও ফের গোল শোধ করে বাগান। ম্যাচের সংযুক্তির সময়ে হায়দরাবাদ এফসির গোলরক্ষক আটকে দিলে জটলা থেকে গোল করেন প্রীতম কোটাল।