নিজস্ব সংবাদদাতা : বছরের শুরুটা জয় দিয়ে শুরু করলেও প্রজাতন্ত্র দিবসের দিনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র কাছে হেরে গেল এটিকে মোহনবাগান। সবুজ-মেরুন ব্রিগেডকে ২-১ গোলে হারাল খালিদ জামিলের দল।
লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি আগের ম্যাচ ড্র করায় মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ ছিল হাবাসের দলের সামনে। পাহাড়ি দলটির বিরুদ্ধে শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে শুরু করেন প্রবীর দাস-রয় কৃষ্ণারা। কিন্তু পাল্টা আক্রমণে উঠে আসে নর্থ ইস্টও। তবে আক্রমণ প্রতিআক্রমনে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ নষ্ট করে হাবাসের দল। ৬০ মিনিটে প্রীতম-সন্দেশদের ভুলে গোল করে নর্থ ইস্টকে এগিয়ে দেন লুইস মাচাদো। যদিও গোলটি নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। মাচাদো বলটি নিয়ে গোলের দিকে এগোনোর সময় টিরিকে ধাক্কা দেন। যেটা দেখে সহকারী রেফারি পতাকা তুলে নামিয়ে নেন। ৭২ মিনিটে রয় কৃষ্ণার গোলে সমতায় ফেরে এটিকে মোহনবাগান। ৮১ মিনিটে ফের ডিফেন্সের ভুলে গোল হজম করতে হয় এটিকে মোহনবাগানকে। ফেডরিকো গ্যালেগোর বক্সের বাইরে থেকে নেওয়া শট বারে লেগে গোলে ধুকে যায় এবং এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর সমতা ফেরাতে পারেনি হাবাসের দল। ২-১ গোলে ম্যাচ জিতে নেয় খালিদ জামিলের দল।
১৩ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে দুই নম্বরেই থেকে গেল এটিকে মোহনবাগান। লিগ টেবিলের শীর্ষে থাকা মুম্বইয়ের থেকে ৬ পয়েন্ট পিছনে হাবাসের দল। ১৩ ম্যাচ শেষে নর্থ ইস্টের পয়েন্ট ১৮। খালিদ জামিল কোচ হিসেবে নিয়োগ হওয়ার পর এটা তার দ্বিতীয় জয়।