Wednesday, June 23, 2021
HomeEDITOR PICKSক্যান্সারে আক্রান্ত হয়ে অকালেই প্রয়াত হলেন সোনাজয়ী বক্সার

ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালেই প্রয়াত হলেন সোনাজয়ী বক্সার

নিজস্ব সংবাদদাতা : মাত্র ৪২ বছর বয়সেই প্রয়াত হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ন্যাংগম ডিঙ্কো সিং। চার বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। ধরা পড়ে জন্ডিসও। গত বছর এক মাস করোনার সঙ্গে লড়াই করে মারণ ভাইরাসকে নক আউট করেন ডিঙ্কো।

প্রায় এক মাসে পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু লিভার ক্যানসারে ভুগছিলেন। অবশেষে বৃহস্পতিবার সকালে শেষ হয় জীবনযুদ্ধের লড়াই। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু টুইট করে লেখেন, ‘ডিঙ্কো সিংয়ের অকালমৃত্যুতে গভীর শোকাহত আমি। ভারতের সর্বকালের অন্যতম সেরা বক্সার।

১৯৯৮ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ভারতকে গর্বিত করেছিলেন। তাঁর শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার সমবেদনা।’বক্সিং রিং তথা ক্রীড়াজগতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে পদ্মশ্রী খেতাব অর্জন করেন ডিঙ্কো। পেশাগতভাবে নৌ-সেনায় কর্মরত থাকলেও বক্সিং কেরিয়ার শেষ করে তিনি কোচিংকে বেছে নেন। ‘

দেশের প্রথম অলিম্পিক খেতাবজয়ী বক্সার বিজেন্দ্র সিংও ডিঙ্কোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি টুইটারে লেখেন, ‘তাঁর জীবনযুদ্ধ আগামী প্রজন্মের কাছে অঅনুপ্রেরণা হয়ে থাকবে। প্রার্থনা করি, তাঁর পরিবার এই শোকের সময় কাটিয়ে ওঠার শক্তি খুঁজে পাবেন।’

Most Popular