নিজস্ব সংবাদদাতা: নিজেদের ঘরের মাঠে বিরটাদের বিরুদ্ধে ব্রিটিশ অধিনায়ক জো রুটের সেই দুঃসাহসিক লড়াই আজও হয়তো ভোলেননি অনেকেই। তাঁর লম্বা ব্য়াটই যে বিরাটদের জয়ের পথে বার বার বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাও অজানা নয় ক্রিকেটপ্রেমীদের কাছে। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঠিক যেখানে শেষ করেছিলেন জো রুট, ঠিক সেখান থেকেই আবার শুরু করলেন অ্য়াশেজ সিরিজে।
শনিবার অ্য়াডিলেডে হাফ সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে সঙ্গে রুট ছুঁয়ে ফেললেন, ক্রিকেট বিশ্বের দুই কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার ও মাস্টার ব্লাস্টার্সের রেকর্ড। এখানেই শেষ নয়, ব্রিটিশদের অধিনায়ক হিসেবেও তিনি নজির গড়লেন! একনজরে দেখে নেওয়া যাক, তাঁর নয়া নজিরের তালিকা-

(১) ইংল্য়ান্ড দলের অধিনায়ক হিসেবে ৩৭টি হাফ সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন অ্য়ালেস্টার কুককে। ব্রিটিশ খেলোয়াড় হিসেব এই রেকর্ড এতদিন ছিল তাঁর দখলেই ।
(২) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্য়ান্ডের ক্রিকেটার হিসেবে সর্বাধিক হাফ সেঞ্চুরি করার রেকর্ডও করে ফেলেছেন ব্রিটিশ অধিনায়ক। ১১টির বেশি হাফ সেঞ্চুরি তিনি করেছেন টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এর আগে ইংল্য়ান্ড অধিনায়ক হিসেবে পিটার মে-র দখলে ছিল এই রেকর্ড। মে করেছিলেন ১০টি হাফ সেঞ্চুরি। এছাড়া ব্রিটিশ অধিনায়ক হিসেবে অজিদের মাটিতে মোট সাতবার ৫০-এর গণ্ডি পার করার রেকর্ডও এখন রয়েছে এই ব্রিটিশ ব্য়াটারের ঝুলিতে। এর আগে ম্য়াকেলরেন ৬টি হাফ সেঞ্চুরি করেছিলেন।
প্রসঙ্গত, নিজে রেকর্ড গড়ে ফর্মে থাকলে কি হবে, তাঁর দল যে এখনও বিপদের সীমানায় দাঁড়িয়ে রয়েছে। ২৭৬ রানে এখনও পিছিয়ে রয়েছেন তাঁরা। ইতিমধ্য়েই অ্য়াশেজ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্য়বধানে এগিয়ে রয়েছে অজি বাহিনী। তাই দ্বিতীয় টেস্টে ব্রিটিশরা সমতায় ফিরতে পারে কি না তা সময়ই বলবে।
