30 C
Kolkata

Sports: উৎসবে মাতোয়ারা আরশদীপ!

কলকাতা, চয়নিকা চন্দ্র: কলকাতার বিরুদ্ধে আরশদীপ ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। তাঁর দাপটে দ্বিতীয় ওভারেই ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা। প্রথমে ব্যাটে করে ১৯১ রান তুলেছিল পঞ্জাব। বৃষ্টির জন্য কলকাতার লক্ষ্য ১৬ ওভারে ১৫৪ রান হয়ে যায়। কিন্তু কলকাতা থেমে যায় ১৪৬ রানে। মোহালিতে নাইটদের হারিয়েই শুরু করে পঞ্জাব। তাদের পরের ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। ৫ এপ্রিল সেই ম্যাচ হবে গুয়াহাটিতে। দু’হাত তুলে পাক বোলারকে ডেকে নিয়ে এলেন আরশদীপ। খুশিতে মাতোয়ারা পাকিস্তানের বাঁহাতি পেসার আফ্রিদিকে দেখা যায় উইকেট নেওয়ার পর দু’হাতে উড়ন্ত চুমু দিতে। দু’হাত দু’পাশে পাখির মতো মেলে দেন তিনি। শনিবার একই রকম ভঙ্গিতে উৎসব করতে দেখা যায় আরশদীপকে। উল্লেখ্য , শাহিনের সমর্থকদের মনে হয়েছে আরশদীপ নকল করছেন পাকিস্তানের পেসারকে। যদিও আরশদীপের সমর্থকরা জানান, শাহিন নন, ভারতের বাঁহাতি পেসারের অনুপ্রেরণা জাহির খান। তবে, ভারতের প্রাক্তন পেসারের উৎসব করার ভঙ্গি আরশদীপ নকল করেছেন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন:  Brij Bhushan Sharan: গভীর রাতে ব্রিজভূষণের বাড়িতে তদন্তকারী দল

Featured article

%d bloggers like this: