নিজস্ব প্রতিবেদন: ইয়ামার হাতে জন্ম হতে চলেছে দুটি ইলেকট্রনিক স্কুটারের। যাদের নামকরণ করা হয়েছে E01 এবং EC-05। এমনভাবে রূপ দিচ্ছে ইয়ামাহা এই নতুন দুই স্কুটারকে,যাতে কেউ ডিজাইন বা নাম কপি না করতে পারে, সত্ত্ব নিজের হাতে রাখছে ইয়ামাহা।
অন্যদিকে তাইওয়ানের ইলেকট্রিক মোটরসাইকেল নির্মাতা গোগোরোর সাথে হাত মিলিয়ে আগেই ইয়ামাহা ই-স্কুটারটি সেখানে বানিয়েছিল। স্কুটারটির ডিজাইনের কার্য সামলেছিল ইয়ামাহা এবং পাওয়ারট্রেন ও অন্যান্য প্রযুক্তিগত কাজগুলি করেছিল গোগোরো। এটিতে ব্লুটুথ কানেক্টিভিটি, এবিএস, সোয়াইপেবল ব্যাটারি, জিও-ফেন্সিং, প্রভৃতি ফিচারের সুবিধা রয়েছে।
স্কুটারটির পাওয়ার আউটপুট ১৯.৩ কিলোওয়াট এবং টর্ক ২৬ নিউট্রন মিটার। এর টপ স্পিড ৯০ কিমি/ঘন্টা এবং একবার চার্জ দিলে প্রায় ১০০ কিমি চলতে পারে।
তবে ভারত এই সমধুর রাইডের স্বাদ পাবে কিনা তা নিয়ে এখনও নিশ্চয়তা নেই। তবে গতবছর ইয়ামাহার এক আধিকারিক বলেছিলেন, তারা ভারতে ইলেকট্রিক মোবিলিটির ইকোসিস্টেম পর্যবেক্ষণ করছেন এবং সেই অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে Yamaha এই সেগমেন্টে প্রবেশ করতে পারে।