নিজস্ব সংবাদদাতা : মঙ্গল গ্রহের মাটিতে পৃথিবীর মতো হাওয়াবাতাস খেলে না, বৃষ্টিও হয় না। পৃথিবীর মতো বাতাসে জলীয় বাষ্পেরা ভেসে বেড়ায় না, তা সত্ত্বেও মঙ্গলের মাটিতে দেখা গেলো রামধনু। মঙ্গলের আকাশে সাতরঙের ছটা দেখা দিয়েছে তা বিশ্বাসই করতে পারছেন না বিজ্ঞানীরা।
এদিকে নাসার রোভার পারসিভিয়ারেন্স দিব্যি এমন রামধনুর ছবি তুলে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। রুক্ষসূক্ষ্ম মঙ্গলের পাথুরে মাটি যেখানে দিগন্তে মিশেছে সেখানেই ঝকমকে রামধনু উঠেছে! ব্যাপারটা কী? নাসা বলেছে, আসলে রামধনু নয়। এ অন্য ব্যাপার।
রোভার পারসিভিয়ারেন্সের দায়িত্বে থাকা বিজ্ঞানী বলেছেন, আসলে এটা লেন্সের কেরামতি। সূর্যের আলো লেন্সে প্রতিফলিত হয়ে এমন রামধনুর মতো দেখাচ্ছে। আসলে রোভার পারসিভিয়ারেন্স এখন ছুটে বেড়াচ্ছে। জেজেরো ক্রেটার থেকে এ মাথা, ও মাথা দৌড়ে চলেছে।
কখনও গতি বাড়িয়ে সামনের দিকে এগোচ্ছে, আবার কখনও গতি কমিয়ে বাঁক নিচ্ছে। এমন ঘোরাঘুরি করতে করতেই সূর্যের আলো তার হ্যাজক্যামে প্রতিফলিত হয়েছে। আর তাতেই মনে হয়েছে এমন আকাশজোড়া রামধনু উঠেছে। মঙ্গলে বায়ুমণ্ডল আছে ছিটেফোঁটা।
অক্সিজেন একেবারেই নেই। বায়ুমণ্ডলের ৯৬ শতাংশই ভরে আছে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড গ্যাসে।