নিজস্ব সংবাদদাতা : এবার যাত্রীদের সুবিধার্থে ডোর টু ডোর ব্যাগেজ ট্রান্সফার সার্ভিস চালু করল ইন্ডিগো ।বর্তমানে এই পরিষেবা দিল্লি এবং হায়দরাবাদের বিমান যাত্রীদের জন্য উপলব্ধ।ডোর টু ডোর ব্যাগেজ ট্রান্সফার সার্ভিসের অধীনে ইন্ডিগো বিমান সংস্থা যাত্রীদের লাগেজ বাড়ি থেকে তুলে চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেবে।
এই পরিষেবার নাম হবে 6EBagport। এর মাধ্যমে যাত্রীর লাগেজ নিরাপদে তার বাড়ি থেকে তুলে নেওয়া হবে এবং ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রথম থেকে শেষ গন্তব্য পর্যন্ত নিয়ে যাওয়া হবে।6EBagport এর মাধ্যমে বিমানের যাত্রী তার যাত্রা করার ২৪ ঘন্টা আগে এই ব্যাগেজ পরিষেবাটি নিতে পারবেন।
এবং গন্তব্যে পৌঁছানোর পর যে কোনো সময় এই পরিষেবা নিতে পারবে। প্রতিটি ব্যাগেজর জন্যে ৫০০০ টাকার পরিষেবা বীমা করা হবে।বিমান সংস্থা জানিয়েছে যে, পরে তারা মুম্বই ও বেঙ্গালুরুতে কার্টারপোর্টারের সঙ্গে হাত মিলিয়ে ওই দুই শহরে এই সুবিধা চালু করবে।
সংস্থার দাবি, এই পরিষেবার ফলে গ্রাহকরা অনেকটাই স্বস্তি পাবে। বিশেষ করে যেসমস্ত যাত্রী বাড়ি থেকে অতিরিক্ত ব্যাগ নিয়ে এয়ারপোর্টে যেতে চান না বা যারা এয়ারপোর্ট থেকে সরাসরি কোনো মিটিং-এ যোগ দিতে চান, তাদের জন্যে বেশ সুবিধাজনক।