নিজস্ব সংবাদদাতা : বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য সরবরাহের অভিযোগ তুলে প্রায় ১১৭৮টি অ্যাকাউন্টের লিঙ্ক ব্লক করার নির্দেশ মাইক্রো ব্লগিং সাইট টুইটার কর্তৃপক্ষকে পাঠিয়েছিল কেন্দ্র। এবার লোকসভায় তারই পরিসংখ্যান দিলেন কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স এবং আইটি মন্ত্রী সঞ্জয় ধোত্রে।
কেন্দ্রীয় সরকার ২০২০ সালে ২ হাজার ৭৩১ টি ইউআরএল(URL) বন্ধের নির্দেশ দিয়েছিলো। ২০১৯ সালে সেটা ছিল মাত্র ১ হাজার ৪১। ২০২০ সালে ১ হাজার ৭১৭ টি ফেসবুক ইউআরএল(URL) বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে।
২০১৯ সালে সেটা অনেকটাই বেশি ছিল। ২ হাজার ৪৯টি লিঙ্ক বন্ধের নির্দেশ দেওয়া হয়। ধোত্রে লোকসভায় বিজেডি সাংসদ পিনাকী মিশ্রার প্রশ্নের উত্তরে এই কথা জানান।বিজেডি সাংসদ জানতে চেয়েছিলেন যে, গত পাঁচ বছরে কতগুলো ফেসবুক এবং কতগুলো টুইটার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।
ধোত্রে বলেছিলেন তথ্য প্রযুক্তি আইন, ২০০০ এর ধারা ৬৯এ অনুযায়ী,ভারতের সার্বভৌমত্ব ও সুরক্ষার স্বার্থে এবং জনসাধারণের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সরকারের অনলাইনে তথ্য অবরুদ্ধ করার ক্ষমতা রয়েছে। ২০০৯ সালের তথ্য প্রযুক্তি নিয়ম অনুযায়ী এই ব্লকগুলো করা হয়েছে।
সরকারের প্রদত্ত তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে শেষ তিন বছরে টুইটারের তুলনায় ফেসবুকে বেশি ব্লক করা হয়েছে।