Wednesday, December 2, 2020
Home EDITOR PICKS যানজট সামলাবে 'GOCON'

যানজট সামলাবে ‘GOCON’

নিজস্ব সংবাদদাতা : যানজট রুখতে এবার স্মার্ট সলিউশন বন্দরে। কলকাতা বন্দরে প্রতিদিন একসঙ্গে ১৫০০ গাড়ি ঢোকে- বেরোয়। খিদিরপুর ডক, নেতাজী সুভাষ ডকে প্রতিদিন একাধিক কন্টেনার আসা যাওয়া করে। বিশেষ করে এই কন্টেনার যেভাবে যাতায়াত করে তার জেরে অবস্থা খারাপ হয় সাধারণ মানুষের।

ভোগান্তি নিত্য দিনের সঙ্গী। সমস্যার সমাধানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর চালু করল নয়া অ্যাপ। GOCON নামের এই অ্যাপ থেকে কন্টেনার চলাচলে নানা সুবিধা মিলবে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। বন্দর চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, এটা খানিকটা ওলা-উবের অ্যাপের মতো। বহু কন্টেনার ফাঁকা আসে বন্দরে। সেখান থেকে পণ্য নিয়ে চলে যায়। অনেক সময় পণ্যবাহী কন্টেনার আসে। কিন্তু ফেরত চলে যায়।

ফাঁকা কন্টেনার রাস্তায় এমনভাবে দাঁড়িয়ে থাকে তার জেরে যানজট হয়ে যায়। গোটা দেশের বিভিন্ন লরি ও কন্টেনার চালকরা এটা ব্যবহার করতে পারবেন। এই অ্যাপের মধ্যে জিপিএস ব্যবস্থা থাকছে। ফলে কার পণ্য কোথায় থাকছে তাও জানা যাবে এর মাধ্যমে।” তবে GOCON রেজিস্টার্ড করতে টোকেন ফিজ প্রয়োজন।

প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই GOCON অ্যাপ। এর মাধ্যমে দুই প্রান্তের জায়গা বাছাই করতে হবে। সময় দিতে হবে। কতদিনের জন্যে কন্টেনার প্রয়োজন সেটাও উল্লেখ করতে হবে। সেই রিকোয়েস্ট চলে আসবে বন্দরের বিশেষ সার্ভারে। তাতেই বুকিং হয়ে যাবে কন্টেনার। আপাতত গোটা দেশের বিভিন্ন বন্দরে এই ভাবে GOCON মারফত কন্টেনার বুকিং করা যাবে।

Facebook Comments

Most Popular

অর্জুন সিংয়ের সঙ্গে ছবি তুলে দুষ্কৃতীদের নিশানায় বিজেপি যুব সম্পাদক

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল যুবসভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনেই হিংসা ছড়ালো ডায়মন্ডহারবারের পানকুয়া গ্রাম পঞ্চায়েতের বাকেশ্বর ঘোষ পাড়া লেনে। ডায়মন্ড হারবারে...

শুভেন্দুর হাতে খোল, মুখে হরিনাম

নিজস্ব সংবাদদাতা : নীল সাদা পোশাক,আর বাজালেন খোল। নন্দীগ্রামেও স্পিকটি নট শুভেন্দু অধিকারী। শুক্রবার মন্ত্রিত্ব ছেড়েছেন। শনিবার থেকেছেন আড়ালে। এর পর...

মৃত্যুর পরবর্তী ইচ্ছে জানালেন স্বস্তিকা !

নিজস্ব সংবাদদাতা : রাখঢাক না করেই সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা বলেন স্বস্তিকা মুখোপাধ্যায় । তা নিয়ে অনেকেরই অনেক মত থাকে।...

অর্জুনের সঙ্গে অন্তরঙ্গ মূহুর্তের ছবি পোস্ট করলেন মালাইকা

নিজস্ব সংবাদদাতা : বেশ কিছুদিন ধরে সম্পর্কের হয়েছেন অভিনেত্রী মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর। প্রেমের সম্পর্কে বয়স যে কোনো বিষয় নয়...
Facebook Comments