নিজস্ব প্রতিবেদন: Signal মেসেজিং অ্যাপ – এর মত Clubhouse নামে একটি ভয়েস – বেসড নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ও মাস্কের একটি টুইটের জেরে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল ইন্টারনেটের জগতে। এলন মাস্ক, মাক জুকারবার্গ প্রমুখ ব্যক্তিত্বের সাম্প্রতিক প্রচারের জেরে, গত বছর এপ্রিল লঞ্চ হওয়া এই অডিও চ্যাটরুম অ্যাপটি এবং খুব শীগ্রই তা সোসিও জগতে মানুষের নজর কেড়ে ফেলে। মাত্র কয়েক দিনের মধ্যেই এই অ্যাপ টি ১০ মিলিয়নের ও বেশি ডাউনলোড হয় বলে জানা গিয়েছে। কিন্তু তা আর চললো না বেশি দিন।
আসলে সপ্তাহ খানেক আগেই ক্লাবহাউস (Clubhouse) দাবি করেছিল যে, তাদের এই অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ এবং হ্যাকারা কোনোমতেই ইউজারের ডেটা চুরি করতে পারবে না। কিন্তু দেখা গেছে, সংস্থার এই দাবিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্ল্যাটফর্মটির সিকিউরিটি সিস্টেমকে লঙ্ঘন করেছে হ্যাকারদের একটি দল। গ্যাজেট ৩৬০-র প্রতিবেদন অনুযায়ী, রিমা বাহন্যাসি নামে ক্লাবহাউসের একজন মুখপাত্র জানিয়েছেন যে, কিছু অজানা ইউজার ক্লাবহাউস অ্যাপটিতে অ্যাক্সেস পেয়েছে এবং অ্যাপ্লিকেশন থেকে কিছু অডিও ফিড থার্ড পার্টি ওয়েবসাইটে শেয়ার করেছে। সংস্থার মতে, এই কারণে নির্দিষ্ট কিছু ইউজারকে এই প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং প্ল্যাটফর্মটির নিরাপত্তা বাড়াতে নতুন সুরক্ষা ব্যবস্থা ইনস্টল করা হয়েছে।
প্রসঙ্গত, এক সপ্তাহ আগে SIO নামের সিকিউরিটি ইন্টেলিজেন্স টিম তাদের একটি প্রতিবেদনে দাবি করেছিলেন যে, তারা ক্লাবহাউস চ্যাটরুম থেকে মেটাডেটা চীনা সার্ভারে স্থানান্তরিত হতে দেখেছেন। যদিও চীন, প্রতুত্তরে জানায় যে এইসব অডিও শনাক্ত করা সহজ নয় এবং এর সাথে জাতীয় সুরক্ষার বিষয়টি জড়িয়ে আছে।
সবকিছুর পড়ে দখার শুধু এটুকুই অ্যাপটির সুরক্ষা নিশ্চিত করতে তার কী কী পদক্ষেপ গ্রহণ করে এবং কি ভাবে তারা হঠাৎ করে গড়ে ওঠা জনপ্রিয়তা ধরে রাখতে পারে।