নিজস্ব প্রতিবেদন: তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কিছু নথি আর কিছু প্রশ্ন তুলে একটি লম্বা ফেসবুক পোস্ট করেছিলেন। যার মুখ্য বিষয় সিপিএমের তরুণ নেতা তথা দলের হোলটাইমার শতরূপ ঘোষের একটি ২২ লক্ষ টাকার গাড়ি। পোস্টে টাকার উৎস এমনকী কমিউনিস্ট পার্টির হোলটাইমারের এই শখের কারণ নিয়েও প্রশ্ন তোলেন কুণাল।
সাংবাদিক সম্মেলন করে আলিমুদ্দিন স্ট্রিটে,গাড়ি কেনার নথি, টাকার উৎস, তাঁর বাবার ব্যাঙ্কের পাসবই ইত্যাদি দেখিয়ে দাবি করেন, গাড়িটি তাঁর বাবা তাঁকে কিনে দিয়েছেন এরপরই কুণালকে তীব্র কটাক্ষ করে শতুরূপ বলেন,‘ আমি কুণাল ঘোষকে বলব, আমার শখ-আহ্লাদ নিয়ে আপনি বেশি ভাববেন না। আপনি যদি পার্থ চট্টোপাধ্যায় বা মদন মিত্রর শখ আহ্লাদের সঙ্গে আমার শখ আহ্লাদের তুলনা করেন, তাহলে দেখবেন আমার শখ খুবই সামান্য। পার্থর যে শখ-আহ্লাদের সামগ্রী অর্পিতার ফ্ল্যাট থেকে পাওয়া গেল, ওই কীসব খেলনাটেলনা— আপনি বরং সেগুলো দেখুন, দেখবেন এই বয়সে বেশ ফূর্তি হবে!’
এছাড়াও শতরূপ জানিয়েছেন,গাড়িটি কেনার জন্য তাঁর বাবার সাতটি ফিক্সড ডিপোজিট ভাঙা হয়েছে। অনেকের মতে, কুণাল একটা ধারণা তৈরি করতে চেয়েছেন, যাঁরা সর্বহারার কথা বলেন তাঁদের নেতা ২২ লাখের গাড়ি চাপেন। পাল্টা শতরূপ বলেন, “এভাবে কুণাল ঘোষ চাইলেও চাকরি বিক্রির দুর্নীতিকে আড়াল করতে পারবেন না, নেতাদের জেলে যাওয়াও ঠেকাতে পারবেন না”।