30 C
Kolkata

OMR Fraud:৮,১৬৩টি OMR শিটে কারচুপি!নিয়োগ দুর্নীতি নিয়ে দাবি CBI-এর

নিজস্ব প্রতিবেদন:নিয়োগ দুর্নীতির অন্যতম অংশ বিকৃত OMR শীট নিয়ে বেশ কয়েকমাস আগে দিল্লি ও গাজিয়াবাদে নাইসার অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই স্কুল সার্ভিসে কর্মী নিয়োগের দুর্নীতি মামলার তদন্তে নেমে গ্রেফতার করছে একের পর এক অভিযুক্তকে। আর এবার গাজিয়াবাদের এক দফতর থেকে শুক্রবার গ্রেফতার করা হয়েছিল নীলাদ্রি দাস নামের এক ব্যক্তিকে। জানা গিয়েছে,এসএসসি পরীক্ষার ওএমআর শিট তৈরির দায়িত্বে যে সংস্থা ছিল তারই আধিকারিক নীলাদ্রি দাস। সিবিআই তরফে খবর ,নাইসা নামে এই সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে মিলেছে ওএমআর বিকৃতির ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য।অফিস থেকে একাধিক ওমএমআর শিট সংগ্রহও করা হয়ছে বলে দাবী।নাইসার সার্ভার থেকে তথ্য সংগ্রহ করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে হার্ডডিস্কও এবং তা থেকে কারচুপির বহু তথ্য হাতে পান সিবিআই অধিকারীরা।যা ইতিমধ্যে জমা করা হয়েছে হাইকোর্টে।

আরও পড়ুন:  Cooking tips : ঘরের উপকরণ দিয়েi তৈরি করুন চিকেন ডোনাট !

তথ্য অনুযায়ী,এসএসসি গ্রুপ ডি-তে ২ হাজার ৮২৩টি,এসএসসি গ্রুপ সি-র নিয়োগ পরীক্ষায় ৩ হাজার ৪৮১টি, এমনকি নবম ও দশমের ৯৫২টি, একাদশ ও দ্বাদশের ৯০৭টি ওমএরআর শিট বিকৃত করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবী করা হয়েছে।

Featured article

%d bloggers like this: