নিজস্ব প্রতিবেদন : বিহারের সারণ জেলার দাগি আসামি ভানুপ্রতাপ সিং কে গ্রেফতার করলো নারায়ণ পুর থানার পুলিশ। উদ্ধার একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। একটি চুরির ঘটনায় তদন্তে নেমে এই দাগি অপরাধীকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে খবর, কলকাতা ও তার আশপাশের এলাকার বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে যুক্ত এই ভানু। এই যুবক অপরাধের মাস্টার মাইন্ড। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।নিউটাউন হাতিয়ারা এলাকায় ভাড়া থেকে এই অপরাধ সংগঠিত করতো। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং নারায়নপুর থানা যৌথ ভাবে অভিযান চালিয়ে বিহারের সারন জেলার কুখ্যাত আসামি ভানুপ্রতাপ সিংহ কে গ্রেফতার করে। এই ভানুপ্রতাপ সিংহ কলকাতা সল্টলেক নিউটাউন সহ শহরতলিতে বিভিন্ন অপরাধমূলক কাজ কর্মের সাথে যুক্ত ছিল। বিধাননগর কমিশনারেটের অন্তর্গত নারায়ণপুর থানায় কয়েকদিন আগে যে ইলেকট্রিক পোল চুরি হয়েছিল তার পেছনে এই ভানুপ্রতাপ সিংহ প্রধান মস্তিষ্ক বলে তদন্তে পাওয়া গেছে। ধরা পড়ার সময় তার কাছ থেকে পাওয়া গেছে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্টুজ।