31 C
Kolkata

ত্রিপুরার ভোট প্রচারে তৃণমূল কংগ্রেসের একাধিক তারকা

এবার ত্রিপুরা দখলের লড়াই তৃণমূল কংগ্রেসের। নজরে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ১৬ ফেব্রুয়ারি শুরু নির্বাচন। তার আগে প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় ভোটের প্রচারে বাংলা থেকে যাবেন একাধিক তারকা প্রার্থী। একটি তালিকা প্রকাশ করে এবিষয় স্পষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। তালিকায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক তারকা নেতৃত্বের নাম রয়েছে। ত্রিপুরার দ্বায়িত্বে রয়েছেন বাংলার প্রাক্তন মন্ত্রী – বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব।

ইতি মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরার ( Tripura Election ) মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা রাখলে যে কোনও রকম ম্যাজিক ঘটবে। এবার নির্বাচনী প্রচারে সেই ত্রিপুরার মাটিতেই পা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ক্ষমতা নয়, আমাদের কাছে মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করাটাই অগ্রাধিকার। বাংলা যেভাবে উন্নয়নের জোয়ারে সমৃদ্ধ হয়েছে, ত্রিপুরাও সেভাবে উন্নত হোক। নির্বাচনী প্রস্তুতির মাঝে নিজেদের লক্ষ্য যে স্পষ্ট সেকথা সেদিনই জানিয়ে দিয়েছিলেন স্টেট ইনচার্জ।

আরও পড়ুন:  TMC: তৃণমূল প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

মমতা – অভিষেক ছাড়াও ত্রিপুরার নির্বাচনী প্রচারে ত্রিপুরার ( Tripura Election ) মাটিতে পা রাখতে চলেছে একাধিক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্ব। প্রচারে থাকছেন বাংলার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য – সুদীপ রাহা, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ একাধিক তারকা বিধায়ক ও সাংসদ – রাজ চক্রবর্তী, অদিতি মুন্সী, সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, মহুয়া মৈত্র, মনোজ তিওয়ারি, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, জুন মালিয়া, দেব, ব্রাত্য বসু সহ একাধিক নেতৃত্ব।

Featured article

%d bloggers like this: