31 C
Kolkata

Howrah: হাওড়ায় নন্দীগ্রাম দিবস পালন কল্যাণ ঘোষের

আজ মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। হাওড়া জেলা অফিসের সামনে শহিদ দিবস পালন করেন কল্যাণ ঘোষ। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন হাওড়ার জেলা সভাপতি লগণদেও সিং, সহ-সভাপতি সুধীন চ্যাটার্জী, উদবাস্তু সেলের সভাপতি ধ্যুবজ্যতি সেন, দক্ষিণ হাওড়ার আইএনটিটিইউসি সভাপতি পিনাকী সেনগুপ্ত সহ একাধিক নেতৃত্ব।

প্রতি বছর ১৪ মার্চকে কৃষক দিবস – নন্দীগ্রাম দিবস হিসাবে স্মরণ করা হয়। ২০০৭ সালে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছিল অনেককে। নন্দীগ্রামের সেই সাহসী গ্রামবাসীকে শ্রদ্ধা জানাই। এই দিনে তাঁদের এবং গোটা বিশ্বের কৃষকদের শ্রদ্ধা। উল্লেখ্য, ২০০৭ সালে এদিনই শহিদ হয়েছিলেন ১৪ জন নন্দীগ্রামবাসী। জখম ও নিখোঁজ হয়েছিলেন অনেকে। জমি রক্ষার আন্দোলনে সেই শহিদদের তারপর থেকেই প্রতিবছর এই দিনে তর্পণ করে নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।

আরও পড়ুন:  Cooking tips: বিকেলের টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু সিঙ্গারা

এদিন সকালে নন্দীগ্রামে শহিদদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রতিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। আজ আরও একটি ১৪ মার্চ তার ব্যতিক্রম হল না। এদিন টুইট করে তিনি লেখেন, ১৪ মার্চ বাংলার ইতিহাসে একটি কালো দিন। এটি বাংলার অসহায় কৃষকদের উপর বর্বরোচিত হামলার একটি ভয়াবহ স্মৃতি। নন্দীগ্রামের ১৪ জন শহিদ এবং অগণিত গ্রামবাসী যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতার শিকার হয়েছিলেন।

Featured article

%d bloggers like this: