31 C
Kolkata

Dilip Ghosh: ‘এ কুকুর পোষ মানবে না, কামড়াবে’, সিবিআইকে নিয়ে নয়া তত্ত্ব দিলীপের

নিজস্ব প্রতিবেদন: নয়া তত্ত্ব তুলে ধরলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। কেন্দ্রীয় সংস্থার সঙ্গে দিল্লি সরকারের সেটিংয়ের তত্ত্ব বারবার উঠে এসেছে বিরোধীদের মুখে। এবার ঠিক উল্টো পথ দেখালেন দিলীপ ঘোষ। তাঁর মতে, ‘তৃণমূল নেতারা সিবিআইয়ের একটি অংশের সঙ্গে সেটিং করে ফেলেছে।’ সোমবার কলকাতায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি অনুষ্ঠানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের সভাকক্ষে উপস্থিত ছিলেন তিনি। দেশভাগের আতঙ্ক সংক্রান্ত একটি প্রদর্শনী ও আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে সিবিআই প্রসঙ্গ তোলেন দিলীপবাবু। তাঁর দাবি, ‘‘সিবিআইয়ের কোনও কোনও আধিকারিক বিক্রি হয়ে যায়। কেউ লাখে, কেউ কোটি কোটিতে। অনেকদিন ধরে রাজ্যে সিবিআই তদন্ত করেও কিছুই তথ্য দিচ্ছিল না। এই ইঙ্গিত পেয়েই ইডিকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সিবিআইয়ের অনেক আধিকারিককে বদলিও করা হয়েছে। ইডির সঙ্গে সেটিং করতে পারছে না বলে তৃণমূল আতঙ্কিত। ওরা প্রশ্ন তুলছে, আবার ইডি কেন? কারণ এই কুকুর পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।’

আরও পড়ুন:  TMC: ৩ জুন হাজরায় সভা তৃণমূলের কর্মী সংগঠনের ! থাকবেন রাজ্যের ৬ মন্ত্রী

Featured article

%d bloggers like this: