নিজস্ব প্রতিবেদন : আনিস হত্যাকাণ্ড বিক্ষোভ চলেছে রাজ্য জুড়ে। এইবার আবার একবার আনিসের রহস্য মৃত্যু নিয়ে জনসমক্ষে মুখ খোলেন দিলীপ ঘোষ । ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে শাসক শিবিরকে ভর্ৎসনা করে দিলীপ ঘোষ বলেন “সিটের উপর কারও ভরসা নেই। প্রশাসনও জানে এটা চালাকি হচ্ছে। আমরা এত বছর ধরে দেখছি তো কত লোকের হত্যা হচ্ছে। একটা এফআইআর পর্যন্ত লেখায়নি। কারণ তাঁদের অপরাধীদের শাস্তি দেওয়ার ইচ্ছেই নেই। সরকার নিজে যখন অপরাধী, পুলিশের সর্বোচ্চ পদাধিকারী যখন অপরাধী, তাহলে এসপিকে কেন সরানো হয়নি। কোচবিহার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল বুথ রক্ষা করার জন্য। সেই রিপোর্টটা সরকারের মতো করে দেয়নি বলে সেই এসপিকে সরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে তদন্ত করা হল। হাওড়ার এসপিকে কেন সরানো হল না? কেন তার বিরুদ্ধে তদন্ত করা হল না। একটা জলজ্যান্ত ছেলেকে মেরে ফেলা হল। এই ঘটনার তদন্ত ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক হবে না যতক্ষণ না এসপিকে সরানো হচ্ছে। সিভিক এবং সাধারণ কনস্টেবলরা বলির পাঁঠা। যাঁরা এই চক্রান্ত করেছে, যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছে তাঁদেরকে ধরা উচিত। মানুষ সেটাই চাইছে।”
এছাড়া এদিন প্রাতঃ ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, “ভারতীয় জনতা পার্টি সংগঠিত ভাবে এই নির্বাচন লড়ছে। প্রায় সমানে সমানে টক্কর দিচ্ছে।” এরপর তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন ,” ওঁদের যারা নেতারা আছে তাঁদের কথাবার্তা, ব্যবহার দেখুন। ওঁরা কোনো বিরোধীকে দেখতে চান না। বিরোধী শূণ্য চান। বিরোধিতা করলে তাঁকে শারীরিক এবং মানসিক ভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে। তাঁদের লক্ষ্য বিরোধীদের কীভাবে আটকানো যায়।”
রাত কাটলেই ১০৮ টি পুরসভায় নির্বাচন। এই পুরসভা নির্বাচন ঘিরে রাজ্যে দফায় দফায় যে বিক্ষোভ দেখা গিয়েছে, তা মূলত তৃণমূল এর অন্দরেই সূত্রপাত হয়েছে। এত সব বিক্ষোভ, জল্পনার অবসান আগামিকাল। ১০৮ টি পুরসভায় হবে ভোটগ্রহণ। শনিবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের কাছে এই বিষয়ে বক্তব্য রাখলেন বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।