29 C
Kolkata

Coal Scam : কয়লা কাণ্ডে তৎপর, ইডি দিল্লিতে তলব করা সুকন্যা এবং মলয়কে

নিজস্ব প্রতিবেদন: কয়লা কাণ্ডে অনুব্রতর কন্যার উপর এবার ইডির নজর। গরু পাচার মামলায় একাধিকবার তলব করেছে সিবিআই। কিন্তু এই বার দিল্লিতে তলব করতে পারে ইডি। সূত্রের খবর, পুজো মিটলেই তাঁদের দিল্লিতে তলব করা হবে । তবে এবার শুধু সুকন্যাকে নয় , মন্ত্রী মলয় ঘটককেও তলব করা হবে।

পশ্চিমবঙ্গের যে অঞ্চল তাকে কয়লা পাচার হয়েছে বলে অভিযোগ এসেছে , সেই অংশেরই দীর্ঘদিন প্রভাবশালী নেতা ছিলেন মলয়।

সম্প্রতি রাজ্যের একাধিক আইপিএস অফিসারকে এই পাচার সংক্রান্ত মামলায় তলব করা হয়েছিল । তাঁদের মধ্যে ছিলেন ,জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, আকাশ মেঘারিয়ার মতো উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা । দিল্লিতে গিয়েছিলেন তাঁরা। পুজোর পর ফের তলব করা হয়েছে তাঁদের । সেবার অফিসার দের জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য উঠে এসেছিল সিবিআইয়ের সামনে।
উল্লেখ্য, এই মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় – সহ তার স্ত্রী রুজির এবং শ্যালিকা মেনকা গম্ভীরকেও ডেকে পাঠানো হয়েছিল। আপাতত এই মামলার মূল অভিযুক্ত অনুপ মাজী বা লালা ধরা পড়েছেন। তাঁকেই জেরা করে পাচার কাণ্ডের শিকড়ে পৌঁছতে চায় কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন:  Health tips : পাতি লেবুর সঙ্গে ভুলেও ছোঁবেন না এই সকল খাবার !

Featured article

%d bloggers like this: