31 C
Kolkata

বিজেপি ফিরল সেই পুরনো বিজেপিতে

নিজস্ব সংবাদদাতা : প্রকাশিত হল বিজেপির পুরভোটের প্রার্থী তালিকা। ১৪৪ টি ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। একুশের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে বিজেপি তাদের পুরো প্রার্থী তালিকা প্রকাশ করল সোমবার। দলীয় কার্যালয়ের একটি অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করা হল। দল বদলু এবং সেলিব্রিটিদের এবার প্রার্থী করা হয়নি। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস থেকে আসা সজল ঘোষ কে প্রার্থী করা হয়েছে ৫০ নং ওয়ার্ডে । অর্থাৎ বিজেপি ফিরে এল সেই পুরনো বিজেপিতেই। ৪৮ টি ওয়ার্ডে রয়েছে নতুন মুখ এবং ৫০ টি ওয়ার্ডের রয়েছে মহিলা মুখ। ২২ নং ওয়ার্ডে ৫ বারের কাউন্সিলর ও প্রাক্তন ডেপুটি মেয়র মিনা দেবী পুরোহিতের ওপরই ভরসা রেখেছেন বিজেপি। প্রার্থী তালিকায় রয়েছেন ৫ জন আইনজীবী, ৩ জন চিকিৎসক, অধ্যাপক ও শিক্ষক মিলিয়ে রয়েছেন ৩ জন।

আরও পড়ুন:  Health tips: জানেন প্রাণ খুলে হাসি শরীর ও মনের চাপ কমায়! রইল টিপস

বিজেপি ২১-এ বিধানসভা নির্বাচনে প্রাধান্য দিয়েছিল সেলিব্রিটি এবং তৃণমূল থেকে আসা নেতাদের । স্থানীয় সরকারের ক্ষেত্রে নিজেদের ভুল বুঝতে পেরে নিজেদের ত্রুটি সংশোধন করে নেন গেরুয়া শিবির। তরুণ তুর্কিরা বিজেপির হয়ে ভালই লড়াই করবেন বলে কার্যকর্তা দের আশা। প্রার্থী নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তি, দুর্নীতি বিমুখতা এবং সাদা সাপটা জীবনযাত্রা বিবেচিত হয়েছে। নেতাদের সুপারিশ অনেক ক্ষেত্রেই গ্রাহ্য করা হয়নি। স্থানীয় মানুষ জনের কাছ থেকে ফিডব্যাক নিয়ে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। তৃণমূলকে টক্কর দেয়ার জন্য বিজেপির এই প্রার্থী তালিকা যথেষ্ট বলে মনে করছেন বিজেপি নেতারা।

Featured article

%d bloggers like this: