নিজস্ব প্রতিবেদন: নিজের আধার কার্ড না থাকায় ফোনে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সঙ্গে। আর এতেই ফ্যাসাদে পড়েছেন বীরভূমের বীর অনুব্রত মণ্ডল।
বর্তমানে অনুব্রত মণ্ডলের দিন কাটছে তিহাড় জেলে।তবে কয়েকদিন যাবত ভাল মোটেই শরীরটা ভালো নেই তৃণমূল নেতার এমনটাই দাবি করেছেন তাঁর আইনজীবী। এই কারণেই সোমবার তাঁকে নিয়ে যাওয়া হয় তিহাড়েরই ডিসপেনসরিতে ।এরই মধ্যে তিহার জেলে আসার আগে আসানসোলে আধার কার্ড ফেলে আসার কারণে বেকায়দায় পড়েছেন এই দাপুটে নেতা।
কেন তিহারে অনুব্রতর আধার কার্ড প্রয়োজন?
তিহার জেলের নিয়ম অনুযায়ী,নিজেদের জরুরি প্রয়োজন বা অসুস্থতার কথা পরিবারের সদস্য কে জানার জন্য প্রত্যেক কয়েদিকে ৫ মিনিট ফোনে কথা বলতে দেওয়া হয়। তবে তার জন্য আধার কার্ড সহ নিজের নাম রেজিস্ট্রার করতে হয়।আর এই নিয়েই বিপাকে পড়েছেন বীরভূমের তৃণমূল দলের সভাপতি অনুব্রত মণ্ডল।
সূত্রের খবর, আসানসোলেই রয়ে গিয়েছে অনুব্রতর আধার কার্ড ফলস্বরূপ তিনি ফোনে কথা বলার জন্য নাম রেজিস্ট্রার করতে পারেননি।তাকে রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে আগামী ৩ এপ্রিল। এই কয়েকদিন তাকে তিহারেই কাটাতে হবে।তারপরই তিনি জামিনের আবেদন করতে পারবেন। এই কয়েকদিন কীভাবে আধার কার্ড ছাড়া চলবে তার ।