Breaking : আসানসোলের কোটে সশরীরে হাজির হলেন অনুব্রত। আসানসোলে সিবিআই এর বিশেষ সংশোধনাগার থেকে ভার্চুয়াল সুনানির আবেদন করেছিলেন জেল সুপার। কিন্তু অনুব্রতকে হাজির না করে হাজির না করে শুনানি হবে না বলেই জানানো হয়েছিল ।
ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠদের ব্যাঙ্কে ব্যালেন্স এবং সেগুলি কোথা থেকে এসেছে সেই সমস্ত তথ্য জমা পড়েছে ।
শুরু হলো শুনানি আর প্রথমে আদালতে সিবিআই দাবি করল অনুব্রত নাকি হুমকি দিতেন শুল্ক অধিকারীদের যার প্রেক্ষিতে বিচারক জানতে চান বাংলাদেশে গরু পাচারের সঙ্গে বীরভূম জেলার সভাপতি কিভাবে জড়িত ?