সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত রুদ্র-র অনুমাধব। আবারও সেই অনুমাধব রিটার্নস ! অনুব্রত মণ্ডলকে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা রাজধানী উড়ে যেতেই ফের একবার প্যারোডি নিয়ে হাজির রুদ্রনীল ঘোষ। এটি তাঁর ‘অনুমাধব’ সিরিজের তৃতীয় পার্ট। কয়লা, গোরু মামলা থেকে শুরু করে নানা দুর্নীতি বাণে বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে বিদ্ধ করেছেন তিনি। সরাসরি তাঁর নাম নেননি রুদ্রনীল। অথচ তাঁর প্যারোডির প্রতিটি লাইনেই ছিল তীক্ষ্ণ শ্লেষ।
রুদ্রনীল ঘোষের ‘অনুমাধব’ প্যারোডিতে তাঁকে দেখা গিয়েছে গালে আবির মাখা অবস্থায়। হাতেও রয়েছে লাল হলুদ আবিরের থালা। দোলের দিনই অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা। আর সেই বিষয়টিকেই তাঁর প্যারোডির লাইনগুলিতে মিলিয়ে দিয়েছেন রুদ্রনীল। দলের কেউই আর ‘অনুমাধম’-এর পাশে নেই। এ প্রসঙ্গ উত্থাপন করে রুদ্রনীল তাঁর গানে গানে তুলে ধরেন, অনুব্রত মন্ডলের ‘শুঁটিয়ে লাল করে দেব’ থেকে ‘চড়াম চড়াম গুড়বাতাসা’র মতো হিট ডায়লগগুলি। রুদ্রনীলের কথায়, ‘অনুমাধব… গুড়বাতাসায় পিঁপড়ে এখন,নকুল দানায় মাছি। মুখ খুলে কেউ বলছে না আর তোমায় ভালোবাসি…।”
এখানেই শেষ নয়, অনুব্রতকে সচেতন করে রুদ্রনীল বলেন, “খেলা শেষ!” দিল্লিতে ফুল মালা হাতে তাঁকে বরণ করার জন্য প্রস্তুত মামারা অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। পাশাপাশি, রুদ্রনীলের প্রশ্ন, “মাছের ল্যাজাটা তিনি খেয়েছেন। মুড়োটা খেল কে?” একইসঙ্গে অনুমাধবকে তাঁর পরামর্শ, ধরাই যখন পড়ে গিয়েছে, একা একা বকা না খেয়ে সে যেন সবার নাম বলে দেয়।
প্যারোডির একেবারে শেষ অংশে ব্যঙ্গের সুরে রুদ্রনীল বলেন, “এই বাংলার কয়লা আর গরু করবে তোমায় মিস। কালীঘাটের তরফ থেকে তোমায় ফ্লাইং কিস…।” সব মিলিয়ে রুদ্রনীল ঘোষের এই নয়া প্যারোডি সোশা মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।