31 C
Kolkata

Abhishek Banerjee: ‘জনতার বেছে নেওয়া প্রার্থীকে না মানলেই বহিষ্কার!’, কর্মীদের বার্তা অভিষেকের

নিজস্ব প্রতিবেদনঃ দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের ভোটে বেছে নেওয়া প্রার্থীকে দলের কেউ মেনে না নিলে তার বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এমন হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন অভিষেক। এবার পুরুলিয়া থেকে অভিষেক জানালেন, প্রার্থীকে কেউ না মানলেই বহিষ্কার করা হবে।

এখানেই শেষ নয়, আগামী চার থেকে পাঁচ মাস পঞ্চায়েত স্তরের যাবতীয় কাজ কীভাবে চলছে, তা নিজে দেখবেন বলে জানালেন তৃণমূল সাংসদ। নবজোয়ার কর্মসূচিতে বর্তমানে পুরুলিয়ায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সভা করেন। সেখান থেকেই একাধিক ইস্যুতে মুখ খোলেন। এদিনই পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে কড়া বার্তা দেন তিনি।

প্রসঙ্গত, আগেই প্রার্থী বাছাইয়ের দায়িত্ব আমজনতার হাতে ছেড়েছেন অভিষেক। যা নিয়ে একাধিক জায়গায় অশান্তিও হয়েছে। এদিন অভিষেক স্পষ্ট করে দিলেন, ব্যালট অনুযায়ী যিনি প্রার্থী হবেন, তাঁকে যদি দলের সদস্যরা মেনে না নেন সেক্ষেত্রে বহিষ্কারের পথেই হাঁটা হবে।

আরও পড়ুন:  Kalighater kaku: দোষ কবুল করে নেওয়ার জন্য ‘চাপ’ দিচ্ছে ইডি, চিঠি লিখে অভিযোগ সুজয়কৃষ্ণর

তবে এখানেই শেষ নয়, পঞ্চায়েত ভোটে জনতার পছন্দের যিনি জিতে আসবেন, তিনি যদি কাজ না করেন, তাহলেও তাঁকে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ অভিষেক এদিন বুঝিয়ে দিয়েছেন সবটাই মানুষের জন্য। নিজের স্বার্থের কথা ভাবলে অথবা মানুষের কাজ না করলে কড়া পদক্ষেপ নেবে দল।

Featured article

%d bloggers like this: