Wednesday, June 23, 2021
Homeঅন্যান্যএকঘেয়েমি কাটিয়ে আসুন কেরালায়

একঘেয়েমি কাটিয়ে আসুন কেরালায়

করোনা নিয়ে হাঁপিয়ে উঠেছেন সকলে। তাই একটু অন্যরকম মেজাজ পেতে বেরিয়ে আসুন কেরালায়। তবে ভাবছেন করোনার সময় সকলেই সাবধানতাবাণী দিচ্ছে । তার মধ্যে ঘুরতে যাওয়ার কথা ভাবলেই করোনা আক্রান্তের সংখ্যার কথা মনে পড়ে যাচ্ছে। তবে সেই ভয় কাটিয়ে বেরিয়ে আসুন কেরালার প্রাকৃতিক পরিবেশে।

ঘুরতে যাওয়ার কথা শুনে আরও যে বিষয়টা আপনার মাথায় আসবে সেটি হল অফিসের কাজ। বাড়িতে থাকলেও করতে হচ্ছে প্রতিনিয়ত work-from-home । তবে হ্যাঁ বাড়িতে থাকার মতনই কেরালাতে বেড়াতে গিয়েও করতে পারবেন ওয়ার্ক ফ্রম হোম। কেরালার বেশ কয়েকটি হোটেল নিজেদের প্রতিষ্ঠানটি উন্নত করে সেটি work-from-home করার উপযোগী করে তুলেছে। ফ্রি ওয়াইফাই থেকে শুরু করে মনোরম কাজের ঘরের ব্যবস্থা করেছে তারা।

শুধুমাত্র বেড়াতে যাওয়ার সময় সাথে নিয়ে যেতে হবে আপনার চিরসঙ্গী ল্যাপটপটিকে। এবং কিছু দরকারি ফাইল। যা আপনার প্রতিদিনের কাজের দরকার পড়বে। কাজ শেষ হওয়ার পরেই ফাঁকা সময়ে গা ভাসাতে পারেন কেরালার প্রাকৃতিক পরিবেশে। যা আপনাকে সতেজ করে তুলবে প্রতি মুহূর্তে।

Most Popular