নিজস্ব প্রতিবেদন:২০১৫ সালে বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচির অধীনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা আনা হয়।এই প্রকল্পের অধীনে কন্যা সন্তানের জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারবেন অভিভাবকরা।
নারীদের ক্ষমতায়ন সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।আর এই কারণেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে আনা হয়েছে একাধিক প্রকল্প। সেইরকমই কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ যেখানে,বিনিয়োগের পরে রিটার্ন পাওয়া যেতে পারে সর্বাধিক ১৫ লক্ষ টাকা আর এই প্রল্পটিরই নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা। আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই সরকারি প্রকল্পে টাকা রাখতে পারেন আপনিও। এতে আর্থিক নিশ্চয়তার পাশাপশি ভাল রিটার্নেও পাওয়া যাবে।এই প্রকল্পে বিনিয়োগ করলে, বার্ষিক ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
বিনিয়োগের আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে:
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করার জন্যে বিনিয়োগকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
প্রতি পরিবারের সর্বাধিক দুই কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
বিনিয়োগের সময় আপনার কন্যাসন্তানের বয়স হতে হবে ১০ বছরের মধ্যে।
উল্লেখ্য,আপনি যদি প্রতি মাসে ৮ হাজার ৩৩৩ টাকা করে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করেন, তবে ৭.৬ শতাংশ সুদের হারে টানা ১০ বছর ধরে প্রতি মাসে জমা হবে আনুমানিক ১৫ লক্ষ ২৯ হাজার ৪৫৮ টাকা। এই স্কিমে আপনি সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বাধিক দেড় লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন