বাড়ি বানাতে গেলে মূলত বালি, সিমেন্ট, ইট, কাঠ ,পাথর ,এই সমস্ত উপকরণ লেগে থাকে । এবং এই সমস্ত উপকরণ দিয়ে বাড়ি বানানো হয়ে থাকে। তবে থ্রিডি প্রিন্টার থেকে প্রিন্টেড বাড়ি কখনো দেখেছেন?
হ্যাঁ গোটা থ্রিডি প্রিন্টার দিয়ে একটি বিশাল আকার তিনটে রুম দুটো বাথরুম ও কিচেন বারান্দাসহ একটা গোটা বাড়ি হয়তো আপনি কখনো দেখেন নি। ইতালির ফ্লোরিডাতে এরকমই একটি বাড়িতে থাকেন এক দম্পতি। তারা জানিয়েছেন এই বাড়িতে তারা খুব সুখে শান্তিতে রয়েছেন।
এই বাড়ির মধ্যে থাকা জিনিসপত্র খুবই আরামদায়ক। বাড়ির ভেতরে যদি কখনো গান চলে সেটা বাইরে শোনা যায় না। এবং বাইরে যদি কোনো চিৎকার-চেঁচামেচি হয় তার আওয়াজ শোনা যায় না বাড়ির ভেতরে। তাই এই সমস্ত আরামদায়ক জিনিসপত্র নিয়ে তারা বেশ খুশিতেই দিন কাটাচ্ছে ওই থ্রিডি বাড়িতে। তারা এও জানিয়েছেন যে অন্য কোথাও বাড়ি বানালে এমন শান্তি হয়তো তারা পেত না সকলেই তো ঈট, কাঠ , পাথর দিয়ে বাড়ি বানায় তারা না হয় একটু অন্যরকম করে তাদের সংসার টা গুছিয়ে নিয়েছে।
এই অদ্ভুত ঘটনা দেখে প্রত্যেকের মনেই প্রশ্ন এসেছে যে এরকম বাড়ি কি ভবিষ্যতে আরো বানানো হবে? তবে না সমগ্র বাড়িটি হয়তো থ্রিডি প্রিন্টারের নয় , বাড়ির হয়তো কিছু কিছু অংশ থ্রিডি প্রিন্টার থেকে বানানো যেতে পারে । বাড়ির সৌন্দর্য বজায় রাখার জন্য তবে গোটা বাড়ি হয়তো বানানো হবে না আর । এইটাই হয়তো বিশ্বের একমাত্র থ্রিডি প্রিন্টেড হাউস।