29 C
Kolkata

Makar Sankranti:কোথায় কি নামে উদযাপিত হয় মকর সংক্রান্তি! জানেন কি?

নিজস্ব সংবাদদাতা:আজ দেশজুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি।মকর সংক্রান্তিতে সূর্য নিজের কক্ষপথে থেকে মকর রাশিতে প্রবেশ করে।ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ‘সংক্রান্তি’ একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়। ১২টি রাশি অনুযায়ী হয় ১২টি সংক্রান্তি রয়েছে। সবগুলি সংক্রান্তির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মকর সংক্রান্তি। এই দিনটি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে উদযাপন করা হয়। কোথায় কিভাবে উদযাপন করা হয় এই বিশেষ দিনটি দেখা যাক-

১)পশ্চিমবঙ্গে এই উৎসব পরিচিত ‘পৌষ সংক্রান্তি’, ‘পৌষপার্বণ’ বা ‘নবান্ন’।

২)উত্তরপ্রদেশ,রাজস্থান ও গুজরাতে এই উৎসবের নাম উত্তরায়ণ। উওরপ্রদেশে অনেকে আবার ঘুঘুটি বলে থাকেন। গুজরাতে পালিত হয় ঘুড়ি উৎসব।

৩)বিহারে তিল সংক্রান্তি হিসাবেও পালন করা হয়। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এই উৎসব ‘খিচড়ি পরব’ নামে খ্যাত।

৪) পঞ্জাব, হরিয়ানা, হিমাচল, জম্মুতে এই উৎসব ‘লোহরি’ নামে চালু। আবার এই অঞ্চলে একে ‘মাঘী’ উৎসবও বলা হয়।

৫)কর্ণাটকে একে বলা হয় ‘মকর সংক্রমনা’ বা ‘ইল্লু বিল্লা’।

৬)পূর্ব ভারতের অসমে এই উৎসবের পরিচিতি ‘ভোগালি বিহু’ নামে।ওড়িশায় এ দিনটির নাম মকর চাউলা বা মকর সংক্রান্তি।

৭)তামিলনাড়ুতে একে পোঙ্গল বলা হয়। প্রতিবেশি দেশ শ্রীলঙ্কাতেও অনেকে পোঙ্গল পালন করেন। খুব ধুমধাম করে দিনটি পালন করা হয়।

৮)মহারাষ্ট্র বলা হয় ‘তিলগুল’।অনেকে আবার মাঘি সংক্রান্তিও বলেন।মধ্যপ্রদেশে মকর সংক্রান্তিকে বলা হয় ‘সুকরাত’।

৯)কাশ্মীরে এর নাম ‘শায়েন-ক্রাত’।গোয়ায় একে ডাকা হয় হলদি কুমকুম নামে।

১০)সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও এই দিনটি পালন করা হয়। উজাভার থিরুনাল আর থাই পোঙ্গাল বলা হয় একে।

Featured article

%d bloggers like this: