নিজস্ব প্রতিবেদন: বহু মানুষের মোশন সিকনেস বা ট্র্যাভেল সিকনেসের কারণে বাসে উঠলে বমি হয় এবং মাথা ঘোরায়। অনেকেই বুঝে উঠতে পারে না এই ঘটনার আসল কারন কি? আসলে মোশন সিকনেস মূলত কোনো শারীরিক সমস্যা নয়। এটি একটি মস্তিষ্কজনিত সমস্যা।

আক্ষরিক অর্থে, শরীর ও মস্তিষ্কের ভারসাম্যের তারতম্যের জন্যে শারীরিক যে প্রতিক্রিয়া লক্ষ করা যায় সেগুলোই মোশন সিকনেস।আমাদের গতি- স্থিরতার ভারসাম্য নিয়ন্ত্রণ করে শরীরের অন্তঃকর্ণ।

আমরা যখন বাসে চড়ি তখন অন্তঃকর্ণ মস্তিষ্কে খবর পাঠায় সে গতিশীল কিন্তু আমাদের চোখের সামনে থাকা বাসের সিট স্থির। চোখ আর অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতা সৃষ্টি করে মোশন সিকনেস। এ কারণে দেখা দেয় বমি বমি ভাব ও মাথা ঘোরা।