30 C
Kolkata

Vastu Tips: ঘরের সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি করতে মেনে চলুন কয়েকটি বাস্তু টিপস

নিজস্ব প্রতিবেদন: অনেকেই বাস্তু মানে আবার অনেকেই বাস্তু বিষয়টিকে বিশ্বাস করতে চায় না। কিন্তু বাস্তু সঠিক না থাকলে ঘরে সুখ-সমৃদ্ধি কিছুই বৃদ্ধি পায় না। তুলসী গাছ ঘরের সুখ শান্তি বজায় রাখতে অন্যভাবে কাজ করে। তাই কয়েকটি বাস্তু টিপস জেনে নিলেই আপনার ঘরে বজায় থাকবে শান্তি। জ্যোতিষ শাস্ত্র বলছে, ঘরের বাস তো ঠিক রাখতে অবশ্যই লাগানো উচিত তুলসী গাছ। কিন্তু সেই তুলসীর পাত্রে অন্য কোনো গাছ লাগাবেন না।

এমনটা করলে অর্থের ক্ষতি হতে পারে বা করা কাজ নষ্ট হতে পারে। পাশাপাশি কখনও ভুলেও ঈশান কোণ বা উত্তর-পূর্ব দিকে তুলসী লাগাতে ভুলবেন না। এর ফলে শারীরিক, মানসিক ও অর্থনৈতিক সুবিধা ঘরে থাকে। ওষুধ ফেলার ক্ষেত্রেও মানতে হবে কয়েকটি ছোট বিষয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ শুধু রাতেই ফেলে দিতে হবে। যদি না করেন তাহলে বাড়িতে ওষুধ আসা বন্ধ হয়ে যায়। ঘরে বৈদ্যুতিক সুইচ, প্রধান বিদ্যুৎ মিটার, টিভি ইত্যাদি দক্ষিণ-পূর্ব কোণ বা উত্তর-পশ্চিম কোণে রাখলে অর্থ বৃদ্ধি পায়। বাড়ির উত্তর ও পূর্ব দিকে অন্য সব দিক থেকে বেশি ফাঁকা জায়গা থাকলে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি ব্যবসায় বিশেষ বৃদ্ধি হয়। ছাদের ঢাল উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে রাখুন। এতে অর্থনৈতিক অগ্রগতি হয়। ভুল করেও পশ্চিম বা দক্ষিণ দেয়ালে আয়না লাগাবেন না।

পূর্ব বা উত্তর দেয়ালে আয়না রাখুন। এটি করলে দ্রুত অগ্রগতি হয়। সূর্যের রশ্মি ও বিশুদ্ধ বাতাস থেকে বঞ্চিত ঘর ভালো নয় , অর্থ হল সকালের সূর্যের রশ্মি অবশ্যই ঘরে প্রবেশ করবে, যা সর্বোত্তম। ভবন নির্মাণ এমনভাবে করতে হবে যেন প্লটে ভবনের চারপাশে খোলা জায়গা থাকে। এতে সাফল্য বাড়ে। বাস্তুর দৃষ্টিকোণ থেকে, পশ্চিম ও দক্ষিণের চেয়ে উত্তর ও পূর্বে বেশি খোলা জায়গা থাকা উচিত। এটি করলে জীবনেও স্থিতিশীলতা আসে। উত্তর বা পূর্ব দিকে লন, সুন্দর গাছ বা ফুলের বাগান থাকতে হবে। জমির ঢাল সর্বদা উত্তর অথবা পূর্ব দিকে হওয়া উচিৎ। এতে ঘরের সমৃদ্ধি বাড়বে, শান্তি থাকবে এবং অর্থ বৃদ্ধি হবে।

আরও পড়ুন:  Health tips : এই গরমে সুস্থ থাকতে কী কী খাবেন ! রইল টিপস

Featured article

%d bloggers like this: