29 C
Kolkata

Lips Tips: গোলাপি ঠোঁট চাইছেন? রইল সহজ টিপস

নিজস্ব প্রতিবেদন: সপ্তাহে ২দিন যত্ন করেও ব্ল্যাক হেডস,হোয়াইট হেডস সব গায়েব করা সম্ভব। আপনার ইচ্ছা গোলাপি ঠোঁট। পেয়ে যাবেন নিমেষেই। গোলাপি ঠোঁট-র জন্য চিনি+সামান্য পরিমাণে লেবুর রস মিক্স করে ১দিন পর পর স্ক্রাব করবেন।আলতো হাতে খুব বেশি না ২-৩মিনিট।

এরপর ভালো মানের একটা লিপবাম ব্যবহার করুন।আর রাতে ঘুমানোর আগে অল্প করে মধু লাগিয়ে ঘুমিয়ে পরুন। ১সপ্তাহে পরিবর্তন নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ।

ঠোঁটের আশেপাশের কালো দাগ দূর করতে ও এর জুড়ি নেই।পাশাপাশি হাল্কা স্টিম(গরম পানির ভাপ) নিয়ে নাকের আশেপাশে স্ক্রাব করলেও সব ব্ল্যাক হেডস+হোয়াইট হেডস গায়েব হয়ে যাবে।ইনশাআল্লাহ। পুরো মুখে এই মাস্কটি ব্যবহার করা যাবেনা। কেনোনা চিনি দিয়ে স্ক্রাব করলে পোরস এর মুখ অনেক বেশি ই বড় হয়ে যায়। তাই মাইল্ড স্ক্রাবার,বা নরমাল দানাদার স্ক্রাবার বা আমাদের অর্গানিক স্ক্রাবার ব্যবহারের চেষ্টা করবেন।

আরও পড়ুন:  Health tips: জানেন কাগজের ঠোঙায় খাবার খেলে বাড়তে পারে মৃত্যুঝুঁকি! জানুন বিস্তারিত

Featured article

%d bloggers like this: