31 C
Kolkata

Health Benefits:সঙ্গে রাখুন কুইন অফ হার্বস-কে

নিজস্ব সংবাদদাতা :‘দ্য কুইন অফ হার্বস’ কাকে বলা হয় জানেন কি ? খুব চেনা এই গাছটি বাড়ির উঠানে এবং বারান্দায় জায়গা করে নিয়েছে। বুঝতে পারছেন নিশ্চয়ই তুলসি গাছের কথা বলা হচ্ছে। এই ভেষজ উদ্ভিদ প্রাচীন কাল থেকে নানা রোগকে কাবু করতে সাহায্য করেছে। তুলসি গাছের রসের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ছোট-বড় নানা রোগ সারাতে দারুণ কাজে আসে। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে তুলসি গাছের পাতা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে, সেই সঙ্গে নানা ধরনের সংক্রমণ দূরে যায়।ফলে নানা রোগ এমনিতেই নিরাময় হয়ে যায়। কি কি উপকার করে এই তুলসি জানুন-

১.রক্ত পরিশুদ্ধ হয়-প্রতিদিন সকালে খালি পেটে ২-৩ টি তুলসি পাতা খাওয়ার অভ্যাস করলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদান এবং টক্সিন শরীরের বাইরে বেরিয়ে যায়। ফলে শরীরের ভিতর থেকে চাঙ্গা হয়ে ওঠে।

আরও পড়ুন:  Cooking tips: কাঁচা আম দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ম্যাঙ্গো মূর্গ টিক্কা !

২.ডায়াবেটিস দূরে থাকে-বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত তুলসি পাতা খেলে রক্তে শর্করার মাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতাও বাড়ে। ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনও সম্ভাবনাই থাকে না। এছাড়াও মেটাবলিক ড্য়ামেজ-এর হাত থেকে লিভার এবং কিডনি-কে বাঁচাতেও তুলতি পাতা দারুণভাবে সাহায্য করে।

৩.স্ট্রেস কমায়-তুলসি পাতা খাওয়া মাত্র কর্টিসল হরমোনের ক্ষরণ কমে যেতে শুরু করে। ফলে স্ট্রেস লেভেলও কমতে শুরু করে। এবার থেকে যখনই মনে হবে মানসিক চাপ হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই তুলসি পাতা খাওয়া শুরু করবেন। দেখবেন উপকার মিলবে।

৪.দৃষ্টিশক্তির উন্নতি ঘটে-একাধিক পুষ্টিগুণে ভরপুর তুলসি পাতা, দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি ছানি এবং কোমার মতো চোখের রোগকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

৫.সর্দি–জ্বরের প্রকোপ কমায়-তুলসি পাতা হল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। তাই তো জ্বর এবং সর্দি-কাশি সারাতে এই প্রাকৃতিক উপাদানটির কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে তুলসি পাতা শরীরে প্রবেশ করা মাত্র যে যে ভাইরাসের কারণে জ্বর হয়েছে, সেই জীবাণুগুলোকে মারতে শুরু করে। ফলে শরীর ধীরে ধীরে চাঙ্গা হয়ে ওঠে।

আরও পড়ুন:  Health tips: লাল চিনি খাবার উপকারিতা!

Featured article

%d bloggers like this: