29 C
Kolkata

Reletion Tips: প্রতিদিন স্ত্রীর সঙ্গে খিটির-মিটির লেগে আছে? স্ত্রীর রাগ ভাঙ্গানোর ৯টি টিপস আপনার জন্য

নিজস্ব প্রতিবেদন: একঘেয়ে অফিস জীবন। তারপর বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ঝামেলা। এযেনও নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। স্ত্রীর সঙ্গে কথা বলা মানেই ঝগড়া। মিষ্টি করে কথা বলতে ভুলেই গিয়েছে আপনার স্ত্রী। এমনটাই কি প্রতিদিনের রুটিন হয়ে গেছে আপনার। তবে জানেন কি মেয়েদের মন গলানো খুব সহজ।

তাই স্ত্রীর সঙ্গে ঝগড়া হলেই মেনে চলুন কয়েকটি টিপস। একটা কথা মনে রাখবেন যে মেয়েটার রাগ বেশি তার ভিতরে ভালোবাসার পরিমাণ বেশি। উপরে দেখা যায় খুব কঠিন কিন্তু ভিতরের মনটা নরম,এরা হক কথা মুখে বলতে পছন্দ করে। আবার অল্পতেই কেঁদে ফেলে। আপনার স্ত্রী যদি আপনার উপর রাগ করে তাহলে আপনি নিজে রাগ ভাঙ্গিয়ে দিন। যদি আপনার স্ত্রী আপনার উপর প্রচন্ড রাগ করে তাহলে রাগ ভাঙ্গানোর জন্য যে জিনিস তার পছন্দ সেই জিনিসটা এনে দিন।

আরও পড়ুন:  Cooking tips : বাড়িতে চট জলদি বানিয়ে ফেলুন নিরামিষ এই পোলাও !

যেমন অনেকে ঘুরতে পছন্দ করে তাহলে স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবেন। আবার অনেকে খেতে পছন্দ করে তাহলে তাকে সেই দিনটার রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যান। আবার অনেকেই জামা কাপড় পছন্দ করে তাকে পছন্দ করে নিজে হাতে জামা কাপড় উপহার করুন। দেখবেন রাত তো দূর রাগ গোলে আপনাকে উল্টে বেশি পরিমাণ ভালোবাসছেন আপনার স্ত্রী।

Featured article

%d bloggers like this: