নিজস্ব প্রতিবেদন: বর্তমানে পরকীয়া সমস্যাটি সামাজিক অসুখে পরিণত হয়েছে। অনেকের সংসার ভেঙ্গে যাচ্ছে এর কারণে। অনেক সংসারের সুখ শান্তি নষ্ট হচ্ছে এর কারণে। পরকীয়ার সম্পর্ক স্বামী লুকাচ্ছে কি না বুঝবেন কীভাবে জেনে নিন!
আস্থা ও বিশ্বাস হল দাম্পত্যের মূল স্তম্ভ। কিন্তু সেই বিশ্বাসের ফাটল দিয়েই মাঝে মাঝে প্রবেশ করে পরকীয়া। আর এই তৃতীয় ব্যক্তির আগমনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দাম্পত্য এবং দূরত্ব আসে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক। সম্পূর্ণ বোঝা না গেলেও আচার আচরণে পরকীয়ার কিন্তু আভাস পাওয়া যায়। অনেক সময় অনেক সূক্ষ্ম পরিবর্তনেও লুকিয়ে থাকে পরকিয়ার ইঙ্গিত।

আপনার স্বামী অফিসে নবাগতা কারোর কথা কি প্রায়ই বলছেন ?প্রসঙ্গ না থাকলেও টেনে আনছেন তাকে? খেয়াল করুন তো স্বামীর মুখে কোনো বিশেষ রেস্তরাঁ বা ক্যাফের প্রশংসা বার বার শুনেছেন কিনা? আগে হয়তো স্বামীর কথায় এই প্রসঙ্গ আসতোই না আপনার , কিন্তু এখন আসছে বারবার। তাহলে সতর্ক হোন। হতে পারে আপনার জীবনসঙ্গী নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছেন ।
তবে নতুন কারোর প্রতি আগ্রহ দেখানো মানেই পরকীয়া নয় কারণ আপনার স্বামী তার দিনের বেশির ভাগ সময় অফিসে কাটাচ্ছেন। তবে, বন্ধুত্বের সম্পর্ক সীমা অতিক্রম করলেই ভাবনার বিষয়।

কোনো কোনো চাকরিতে একাধিকবার অফিশিয়াল ট্যুর থাকতেই পারে। কিন্তু আগের তুলনায় আপনার স্বামী বেশি বার অফিসের কাজেবাইরে যাচ্ছেন কি না লক্ষ্য করুন? তবে, এ বিষয়ে সন্দেহ না করে সরাসরি কথা বলুন স্বামীর সঙ্গে। এতে সাময়িক তিক্ততা হয়তো হবে কিন্তুপরবর্তী কালের জন্য সেটা আদতে ভালো।
তবে, অকারণে সঙ্গীকে সন্দেহ করবেন না। এতে দাম্পত্য আরও জটিল হয়ে উঠবে। আচরণে পরিবর্তন এলে অযথা দুশ্চিন্তা করবেন না। সমস্যা হলে স্বামীর সঙ্গে স্পষ্ট করে কথা বলুন। দরকার হলে মনোবিদের থেকে পরামর্শ নিন।