31 C
Kolkata

Pregnant Women: ‘মা’ হবেন ভাবছেন? তার আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য

নিজস্ব প্রতিবেদন: বিয়ের পর সন্তান জন্ম দেওয়াটা একটি মেয়ের কর্তব্য। এছাড়াও একটি মেয়ের মা হয়ে ওঠাটা অনেক বড় ব্যাপার। তাই আপনি যদি গর্ভবতী হওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভবতী হওয়ার আগে যেমন একটি চিকিৎসকের পরামর্শ নেওয়াটা প্রয়োজন ঠিক তেমনি নিজের যত্ন নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। গর্ভবতী হওয়ার আগে অবশ্যই নিজের দৈনন্দিন জীবনে বদল আনার পাশাপাশি অতি অবশ্যই থ্যালাসেমিয়া টেস্ট প্রয়োজনীয়।

এনিয়ে বুধবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছেন, সরকারি হাসপাতালে গর্ভাবস্থায় পরীক্ষানিরীক্ষার সময় এই দুটি পরীক্ষা করাতে হবে সবাইকেই। পরীক্ষা পদ্ধতি বাধ্যতামূলক করার জন্য প্রতিটি সরকারি হাসপাতালকে ইতিমধ্যেই থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের সঙ্গে যুক্ত করা হয়েছে। শহরের মোট পাঁচটি সরকারি হাসপাতাল আইটিজিএমইআর মেডিক্যাল কলেজ হাসপাতাল, এনআরএস মেডিক্যাদ কলেজ, ক্যালকাটা মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই পরীক্ষাগুলি করা হবে। সারা কলকাতা শহর জুড়ে বর্তমানে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১০%। কেন এটি এত গুরুত্বপূর্ণ? সে সম্পর্কে জানা গেছে গর্ভবতী মা যদি খেলে শুনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে হবু বাবারও একই পরীক্ষা করা উচিত।

আরও পড়ুন:  Health tips: শশা খাবার সঠিক সময় জানেন? রইল টিপস!

Featured article

%d bloggers like this: