33 C
Kolkata

ভুলেও রাতে এই স্টেশনে পা রাখেন না কোনও যাত্রী, আজও গাড়ির পিছনে দৌঁড়য় মহিলার অতৃপ্ত আত্মা

নিজস্ব প্রতিবেদন: পুরোনো বাড়ি, হোস্টেল, হোটেল, শ্মশান, জঙ্গল বা রাস্তায় ভূতের সঙ্গে নাকি অনেকেরই দেখা হয়েছে। দেখা না হলেও সে সব নিজের চোখে দেখেছেন তেমন লোকের সঙ্গে পরিচয় আছে। তা ভূতের দেখা তো অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু রেলস্টেশনে কোনোদিন ভূত দেখেছেন কি? আজ্ঞে হ্যাঁ ভারতের গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবার ক্ষেত্রে এমন অনেক রেলস্টেশন রয়েছে যেখানে রাতে যেতে ভয় পান যাত্রীরা। তেমনই এক স্টেশন হল দিল্লির দ্বারকা সেক্টর ৯ মেট্রো স্টেশন।

দিল্লির মেট্রো স্টেশনগুলির মধ্যে একটি হল দ্বারকা সেক্টর ৯ মেট্রো স্টেশন। গুজব, এই মেট্রো স্টেশনটি নাকি ভুতুড়ে। মানুষের বিশ্বাস, এই স্টেশনের কাছে রাতের বেলায় রাস্তা দিয়ে যে সব গাড়ি যাতায়াত করে তার পিছনে নাকি একজন মহিলার ভূত দৌড়ে বেড়ায়। তাই নাকি, সন্ধ্যার সময় থেকে লোকজন এই স্টেশন এলাকা এড়িয়ে চলেন।

আরও পড়ুন:  Cooking tips: বেড়িতে বানিয়ে ফেলুন তরমুজের আইসক্রিম !

Featured article

%d bloggers like this: