30 C
Kolkata

কোন ত্বকে কোন ফাউন্ডেশন জরুরি!

নিজস্ব সংবাদদাতাঃ কথায় আছে ত্বকের যত্ন নিন..! আর এই কথাটা সব সময় সবই মাথায় রাখতে পারেন না। যার ফলে ভুল ফাউন্ডেশন ব্যবহার করার ফলে মুখ ত্বক নষ্ট হয়। যদিও এমন অনেক মহিলাও আছেন, যাঁরা মেকআপ ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে যান। আজকের দিনে মেকআপের অগণিত পণ্য বাজারে রয়েছে। তবে মেকআপ করার জন্য ফাউন্ডেশন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সাধারণত মেকআপের জন্য বিভিন্ন ধরনের ফাউন্ডেশন ব্যবহার করা হয়ে থাকে। মেকআপের জন্য ফাউন্ডেশন খুবই জরুরি এবং সেটা পারফেক্ট হওয়াটাও অত্যন্ত জরুরি। ফাউন্ডেশন হালকা মেকআপ এবং ভারী মেকআপ উভয়ই একটি বিশেষ লুক দেয়। সুন্দর মেকআপ পেতে সবসময় আপনার ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশন বেছে নিন। বর্তমানে স্কিন শেড অনুযায়ী বাজারে অনেক ধরনের ফাউন্ডেশন পাওয়া যায়। তৈলাক্ত ফাউন্ডেশন, ওয়াটার ফাউন্ডেশন এবং সিলিকন ভিত্তিক ফাউন্ডেশন সাধারণত ব্যবহার করা হয়। তবে এই ফাউন্ডেশনগুলির মধ্যে পার্থক্যটি জেনে নিন-

তৈলাক্ত ফাউন্ডেশন- তেল ভিত্তিক ফাউন্ডেশন খুব পুরু হয়। যখনই এটি ব্যবহার করা হয়, এটি ত্বকে লাগানোর পর অনেকটাই ত্বকের সঙ্গে মিশে যায়। স্বাভাবিকভাবেই ফাউন্ডেশনের চেয়ে তেল ভিত্তিক ফাউন্ডেশন ত্বকে সেট হতে একটু বেশি সময় নেয়। তবে তেলের সবচেয়ে ভালো ফাউন্ডেশন ব্যবহার করলে মুখে একটা উজ্জ্বলতা আসে। আপনার যদি শুষ্ক ত্বক হয় তবে তেল ভিত্তিক ফাউন্ডেশন আপনার জন্য সেরা। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের এটি ব্যবহার করা উচিত নয়।

ওয়াটার ফাউন্ডেশন- তৈলাক্ত ত্বকের জন্য ওয়াটার বেস্ট ফাউন্ডেশন পারফেক্ট। যেসব মহিলার ত্বক খুব তৈলাক্ত, তাঁদের উচিত জল ভিত্তিক ফাউন্ডেশন ব্যবহার করা। জেনে রাখা ভাল যে জল ভিত্তিক ফাউন্ডেশন খুবই হালকা। এটি ত্বকে সহজেই মিশে যায়। এই ফাউন্ডেশন ব্যবহারে ত্বকের ছিদ্রও আটকে যায় না। যদিও জল ভিত্তিক ফাউন্ডেশন ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা আসে।

সিলিকন ভিত্তিক ফাউন্ডেশন- সিলিকন ভিত্তিক ফাউন্ডেশন ব্যবহার করলে ম্যাট লুক পাওয়া যায়। সিলিকন ফাউন্ডেশন অনেকটা প্রাইমারের মতো কাজ করে। এই ফাউন্ডেশনের বিশেষ বিষয় হল এটি ওয়াটারপ্রুফ। এটি ব্যবহারের পর ঘাম হলেও মেকআপ কোনও ভাবেই মুছে যায় না। সাধারণত, ব্রাইডাল মেকআপে শুধুমাত্র সিলিকন বেস্ট ফাউন্ডেশন ব্যবহার করা হয়। এটি ত্বকে একটি পাতলা স্তর তৈরি করে যাতে ঘামের পরেও মেকআপ কোনও ভাবে নষ্ট হয়ে যায় না। আপনি প্রতিদিন এই ফাউন্ডেশনটিও ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন:  Lifestyle tips: আমের গুণে উধাও হবে ত্বকের হাজার সমস্যা

Featured article

%d bloggers like this: