29 C
Kolkata

Liquor Shop: আজ বিকালে কি খোলা থাকবে মদের দোকান?

নিজস্ব প্রতিবেদন: বর্তমানে কোন শুভ অনুষ্ঠান হোক বা রবিবারের আড্ডা, সবকিছুতেই মদ বেছে নিয়েছে রাজ্যবাসী। সেই মতোই মঙ্গলবার দোল পূর্ণিমা ছিল। আর এই উপলক্ষে রাজ্যবাসী মদ খাবে না এটা কি হতে পারে? কখনোই না। মঙ্গলবার দোল পূর্ণিমা উপলক্ষে রাজ্যের মদের দোকান বন্ধ থাকলেও সোমবার সূরা প্রেমীরা, তাদের স্টক তোলার জন্য রীতিমতো প্রতিটি দোকানে ভিড় জমিয়েছিল। তবে আজ হোলি। অধিকাংশ কর্মক্ষেত্রই আজ বন্ধ। তবে এখন প্রশ্ন আজ কি মদের দোকান খোলা থাকবে?

এ রাজ্যে প্রতিবছর দোল বা হোলির সময় রেকর্ড মদ বিক্রি হয়। তবে এবছর তার অন্য তা হয়তো হবে না। তবে হোলিতে অর্থাত্‍ বুধবার মদের দোকান বন্ধ থাকবে। কিন্তু বছরের নির্দিষ্ট কিছু দিনে ড্রাই ডে থাকায় দোকান বন্ধ থাকে মদের দোকানগুলি। তবে এই ড্রাইডে নির্ধারণ করা হয় জাতীয় ছুটি, আঞ্চলিক, সামাজিক বা ধর্মীয় উৎসবের নিরিখেই।

একঝলকে দেখে নেওয়া যাক চলতি বছরে ড্রাই ডে কবে কবে?

আরও পড়ুন:  Kunal vs Suvendu: শুভেন্দুকে ওপেন চ্যালেঞ্জ কুণালের

মার্চ – ৮ মার্চ হোলি ও ৩০ মার্চ রাম নবমী উপলক্ষে।
এপ্রিল – ৪ এপ্রিল মহাবীর জয়ন্তী ও ২২ এপ্রিল ঈদ-উল ফিতর।
জুন – ২৯ জুন ড্রাই ডে।
জুলাই – ২৮ জুলাই মহরম।
আগস্ট – ১৫ অগাস্ট ড্রাই ডে।
সেপ্টেম্বর – ৬ ও ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমী। গণেশ চতুর্থীর জন্য ১৯ সেপ্টেম্বর।
অক্টোবর – ২ অক্টোবর ও ২৪ অক্টোবর গান্ধী জয়ন্তী ও দশেরা ওই দুদিন।
নভেম্বর – ১২ নভেম্বর দিওয়ালি।
ডিসেম্বর – ২৫ ডিসেম্বর বড়দিন।

Featured article

%d bloggers like this: