31 C
Kolkata

Lifestyle tips: জানেন কি মোবাইল ফোনে আঙ্গুলের ছাপের লক নিরাপদ নয় !

নিজস্ব প্রতিবেদন: স্মার্টফোনের নিরাপত্তায় আকারে বড় কঠিন পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকে। পাসওয়ার্ড হ্যাক হওয়ার আশঙ্কা থাকায় বাড়তি নিরাপত্তার জন্য আঙুলের ছাপ সুবিধা ব্যবহার করেন কেউ কেউ। তবে চীনের টেনসেন্ট ল্যাবস এবং ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তির নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে চাইলেই ব্যবহারকারীদের অজান্তে তাদের ফোনের লক খোলা সম্ভব। ‘ব্রুট-ফোর্স’ নামের এ পদ্ধতি কাজে লাগিয়ে এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ফোনের লকও খুলেছেন তাঁরা।

গবেষকদের তথ্যমতে, ব্রুট-ফোর্স নামের এ পদ্ধতি কাজে লাগিয়ে দূর থেকে কোনো ব্যক্তির ফোনের লক খোলা যায় না। লক খোলার জন্য প্রথমে ফোনের পেছনে খাপ খুলে ছোট একটি সার্কিটযুক্ত যন্ত্র যুক্ত করতে হয়। আকারে ছোট যন্ত্রটিতে আঙুলের ছাপের বিশাল তথ্যভান্ডার রয়েছে। আর তাই ফোনের পেছনে যুক্ত করলেই যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে নিজের তথ্যভান্ডার থেকে অসংখ্য আঙুলের ছাপ ফোনের আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরে জমা দিতে থাকে।

আরও পড়ুন:  Panchayat Elections: ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন, ১১ জুলাই ফল প্রকাশ

আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তির ফলস এক্সেপটেন্স রেট (এফএআর) সুবিধার দুর্বলতা কাজে লাগিয়ে জমা দেওয়ার কারণে তথ্যভান্ডারে থাকা অসংখ্য আঙুলের ছাপ সঠিকভাবে যাচাই করা সম্ভব হয় না। ফলে অন্য ব্যক্তির আঙুলের ছাপকে ব্যবহারকারীর আঙুলের ছাপ ভেবে ভুল করে ফোনের লক খুলে যায়।

Featured article

%d bloggers like this: