নিজস্ব প্রতিবেদন: আজকের দিনে কে কেমন মানুষ সেটা বিচার করা বোধহয় খুব কঠিন একটা কাজ। কারণ আপনার সামনে থাক মানুষ কখন বন্ধু থেকে শত্রু হয়ে যাবে তা বোধহয় বুঝতে বুঝতেই আপনার বছর কেটে যাবে। তবে, একজন মানুষকে কিভাবে সহজে চিনবেন তার কিন্তু উপায় আছে আপনার হাতের মুঠোয়। ভাবছেন তা কিভাবে?

কোনও ব্যক্তির জিভ দেখেই চিনে নিতে পারেন সেই মানুষটা কেমন। কিন্তু এখন প্রশ্ন জিভ দেখে কিভাবে সম্ভব একজন মানুষকে চেনা? শাস্ত্র বলছে কারুর জিভের রঙ, আকার দেখে সহজেই জানা যেতে পারে যে, সে কেমন ধরনের মানুষ।কারন আমাদের শরীরের প্রতিটি অঙ্গ, গঠন, আকার, রঙ ইত্যাদি সমস্ত কিছু ব্যক্তির স্বভাব, ব্যক্তিত্ব সংক্রান্ত প্রতিটি তথ্য ফাঁস করে দেয়। যদি আপনি মানুষটাকে চিনতে চান তাহলে দেখবেন সেই মানুষটার জিভ কালো ছোপ আছে কিনা। যদি কালো চোখ থাকে তাহলে বুঝতে হবে তাঁদের কর্মক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয়। এমন জাতক চাকরি করলেও খুব বেশিদিন ধরে একই ধরনের চাকরি করতে পারেন না। এমনকি ব্যবসা করলেও তাতেও লাগাতার পরিবর্তন হবে। কারণ এঁদের মনের মধ্যে কেরিয়ার সংক্রান্ত অনিশ্চয়তা কাজ করে।

আবার যে জাতকদের জিভে রঙ দুধরনের শাস্ত্র মতে তাঁরা খুব শীঘ্র কুসঙ্গে জড়িয়ে পড়তে পারেন। অনেক সময় কোনও ভুল কাজ করে তারা তারপর সেটা নিয়ে ভাবে যার ফলে অনেক সময় নানান সমস্যার মুখে পড়তে হয় তাদের। অনেক সময় মানুষের জিভের রঙের সঙ্গে ব্যক্তির জীবনের শুভ, অশুভ ঘটনা জড়িয়ে থাকে। যদি কারুর হলুদ রঙের জিভ হয় তাহলে সেটা শুভ নয়। কারণ এই রঙের জিভের মানুষরা বেশিরভাগ সময় শারীরিক দিক থেকে সুস্থ থাকেনা। আবার এই ধরনের মানুষের তর্কশক্তি দুর্বল হতে পারে। এঁরা গুছিয়ে নিজের কথা বলতেও অক্ষম।
