নিজস্ব প্রতিবেদন: সঙ্গীর সঙ্গে যতই ঘনিষ্ঠ হোক না কেনো কিছু বিষয় আছে যেগুলি নারীরা কিন্তু কখনোই যা শেয়ার করেন না। এগুলো তাদের অতি গোপনিয়বিষয়। নারীদের সেই সব গোপন কথা জেনে নিন ।
সিক্রেট ক্রাশ:
নারীদের কিছু গোপন ক্রাশ থাকবেই নারীরা এই বিষয়ে কাউকে কিছু বলেন না। বন্ধুদের কাছে অনেক সময় সে তার এ কথা শেয়ার করলেও স্বামীর কাছ থেকে বিষয়টি লুকিয়েই রাখেন।

সঞ্চয়:
নারীরা গৃহস্থালির খরচ ছাড়াও নিজেদের কাছে কিছু সঞ্চয় রাখেন। কিন্তু তিনি কখনোই স্বামীকে জানান না এই সঞ্চয়ের কথা। এর পেছনে অন্য কোনো কারণ না থাকলেও অনেক সময় সংসারের কষ্টের সময় তারা কাজে লাগান এই টাকা।
শারীরিক সমস্যা:
স্বামীর যাতে কষ্ট না হয় তাই স্ত্রীরা তাদের স্বামীর কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় লুকিয়ে রাখেন।আবার অনেক সময় লজ্জার কারণেও এমনটা হয়। উদাহরণস্বরূপ, নারীরা তাদের স্বামীকে যৌনসঙ্গমের সমস্যা হলে বা শরীরের কোনও দাগ থাকলে তা বলতেও দ্বিধা বোধ করেন।

অফিসে কথাবার্তা:
স্বামীর কাছ থেকে চাকরিজীবী নারীরা বেশিরভাগ সময়ই অফিস সংক্রান্ত বিষয় চেপে রাখেন। এমনকি অফিসে নিজের প্রশংসার কথাও সঙ্গীকে বলেন না তারা। তবে বন্ধু কিংবা পরিবারের সদস্যদের এটি সম্পর্কে বলেন। নারীরা এটি করেন কারণ তারা মনে করেন যে স্বামীদের ব্যক্তিগত বিষয়গুলিতে যুক্ত করাই শ্রেয়।