30 C
Kolkata

Income tax: লটারিতে এক কোটি জিতলে ঠিক কত টাকা দিতে হবে টাক্স!জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: অনেকই হয়তো অনেকবার অনেক জায়গাতেই লটারি জেতা নিয়ে নানান খবর শুনেছেন। অনেকসময়ই প্রথম পুরষ্কার ১ কোটি মূল্যের অর্থরাশি বিজেতাকে নিয়ে অনেক খবরও হয়। ভাগ্য পরীক্ষার জন্য অনেকই হয়তো লটারিও কেনেন। কিন্তু আপনি কি জানেন যদি ১ কোটি টাকা লটারিতে যেতেন তবে ঠিক কত টাকা আসে হাতে ?

আয়করের আইন অনুযায়ী এই ধরনের জয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে আপনাকে । এই ধরনের পুরস্কারের প্রদানকারী সাধারণত জয়ের অঙ্ক থেকে টিডিএস কেটে নেবে আপনাকে অবশিষ্ট অর্থ দিয়ে দেবে।

সাধারণত যে সংস্থা থেকে লটারির পুরস্কার দেওয়া হয় সেখান থেকেই টিডিএস কাটা হবে ১০,০০০ এর বেশী অংকের পুরস্কারের জন্য ৩০% টিডিএস ছাড়াও অন্যান্য করের পরিমাণ কেটে দাঁড়ায় ৩১.২%। আপনি যদি লটারির যেতেন তবে এই কর আপনাকে দিতেই হবে

আরও পড়ুন:  Kalighater kaku: দোষ কবুল করে নেওয়ার জন্য ‘চাপ’ দিচ্ছে ইডি, চিঠি লিখে অভিযোগ সুজয়কৃষ্ণর

১৯৬১-এর ১১৫ BB আয়কর আইনের অধীনে রকার লটারি, ক্রসওয়ার্ড পাজল, ঘোড়দৌড় রেস, তাস খেলা এমনকি যে কোনো ধরনের বাজি থেকে জেতার উপরেও ৩১.২০ শতাংশ হারে দিতে হয় কর। করেরপরিমাণ টাকা কেটে নেওয়ার পরেই বাকি টাকা দেওয়া হয় বিজয়ীকে।

Featured article

%d bloggers like this: