29 C
Kolkata

গরমে ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি

চয়নিকা চন্দ্র

কলকাতা: মার্চ মাসে বৃষ্টির পূর্ভাবাস থাকলেও ভ্যাপসা গরম থেকে ত্বকে অ্যালার্জি হওয়া নতুন ব্যাপার নয়। তবে সঠিক উপায় জানা থাকলে ত্বকের অ্যালার্জি থেকে পাবেন রেহাই।

তৈলাক্ত অথবা ড্রাই উভয় ত্বকের জন্য এটি কার্যকরী। বাড়িতে থাকা লাউ, দুধ, অ্যালোভেরা জেল, গোলাপ জল দিয়ে বানিয়ে ফেলুন ঘরোয়া টোটকা।

প্রথমেই ব্যাসন ও দুধের মিশ্রণ দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। তারপর মিক্সার এ মাঝারি মাপের লাউয়ের টুকরো চারটি, এক কাপ দুধ, ছয় চা চামচ অ্যালোভেরা জেল, তিন চা চামচ গোলাপ জল দিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর ত্বকের যেসব স্থানে অ্যালার্জি হয়েছে সেখানে লাগিয়ে রাখুন ২০-৩০ মিনিট। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন:  Lifestyle tips: পরিবেশ দূষণ আটকাতে রঙিন ডাস্টবিনের ব্যাবহার জানুন !

সপ্তাহে অন্তত তিনবার এই মিশ্রণ ব্যবহার করলেই দেখবেন অনেকটা সুফল পাবেন। শুধুমাত্র অ্যালার্জি নয় ত্বকের অন্যান্য সমস্যা সমাধানেও সাহায্য করে এই মিশ্রণ।

Featured article

%d bloggers like this: