নিজস্ব প্রতিবেদন: বিছুটি কথার নাম শুনলেই গা চুলকাবার কথা সবার প্রথম মনে পড়ে। তবে এই বিষয়টি পাঠানো একটা বিশেষ গুণাগুণ রয়েছে। বিছুটি পাতাকে আমরা যতই তুচ্ছ তাচ্ছিল্য করি না কেন বিছুটি পাতার গুনাগুন শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন….
বিছুটি পাতাতে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল। যা শরীরে যে কোনও রকমের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। অনেক মহিলাই মূত্রনালীতে সংক্রমনের সমস্যায় ভোগেন। এছাড়াও এই পাতা শরীর থেকে ক্ষতিকারক ব্যাক্টেরিয়াগুলিকে বার করে দিতে সাহায্য করে।
কিডনিতে পাথর জমলেও এই পাতার চা খেলে উপকার পেতে পারেন। এই পাতা ডাইবেটিস রোগের ক্ষেত্রে অনেক উপকারী। নিয়মিত এই পাতার রস খেলে শরীরে ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়ে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে
এছাড়াও গরমে ত্বকের ঘামাচির সমস্যা দেখা দেয় অনেকের। এবার সেই সমস্যা থেকে মুক্তি পেতে বিছুটি পাতার রস খেতেই পারেন। র্যাশ ও অ্যালার্জির সমস্যাতেও এই পাতা দারুণ কাজ দেয়।