31 C
Kolkata

Health tips: জানেন পাকা চুল দাড়ি তুলতে নেই কেন?

নিজস্ব প্রতিবেদন: অনেকেরই চুল অকালে পাকে। কারো কারো আবার বয়সের কারণেও চুল পাকতে শুরু করে, তখন অনেকেই পাকা চুল তুলে ফেলেন। কিন্তু এমনটা করা মোটেই সঠিক নয়। পাকা চুল-দাড়ি তুলে ফেললে যেসব মারাত্মক ক্ষতি হয় জেনে নিন।

আরও পাকা চুল তুললে বেশি চুল পাকে। আমাদের প্রায় সকলেরই এমন কথা শোনা। কিন্তু চিকিৎসকরা তেমনটা একেবারেই বলছেন না। এটা পুরোই ভুল ধারণা। তবে বিশেষজ্ঞদের মতে, যত খুশি পাকা চুল তোলাও যাবে না তাই বলে।

পাকা চুল তুলতে আরাম লাগলেও পাকা চুল তুলতে বারণ করার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। চিকিৎসকদের দাবী, পাকা চুল তুললে চুলের বৃদ্ধির প্যাটার্নও বদলে যায়। ফলে নতুন চুল গজানোর আগে চুল রুক্ষ হতে পারে। নতুন চুল নাও গজাতে পারে অনেক ক্ষেত্রে । পাকা চুল তুলতে বারণ করা হয় সেই কারণেই।

আরও পড়ুন:  Horoscope : আজকে কেমন কাটবে আপনার দিন জেনে বিস্তারিত!

Featured article

%d bloggers like this: