29 C
Kolkata

Health and care : হার্ট অ্যাটাকের লক্ষণ ১২ দিন আগের থেকেই বোঝা হয় ! জানেন সেই গুলো ?

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে হার্ট অ্যাটাকের ঘটনা ক্রমশ বাড়ছে।রিপোর্ট অনুযায়ী বর্তমানে ৪৮ শতাংশ মানুষের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে।তবে অনেকেই হয়ত জানেননা, হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রায় ১২ দিন আগের থেকেই দেখা যায় এর লক্ষণ গুলি। যেমন :

১. বুক ধড়ফড় করা ,অস্বাভাবিক ক্লান্তি
২. ঘুমের ব্যাঘাত
৩. শ্বাসকষ্ট
৪. বদহজম
৫. চোখে ঝাপসা দেখা
৬. মনোযোগে অভাব
৭.রাতে শ্বাস নিতে কষ্ট হওয়া।

এই লক্ষণগুলো কখনো হালকাভাবে নেবেন না। এষব লক্ষণ দেখলে দ্রুত আপনার হার্ট পরীক্ষা করুন। হার্ট অ্যাটাকের আগে প্রকাশ পাওয়া এসব লক্ষণ বেশিরভাগ মানুষই অবহেলা করেন। যার ফলাফল হতে পারে ভয়ঙ্কর।

মায়ো ক্লিনিকের বিশেষজ্ঞদের মতে, সিপিআর এর সঙ্গে বুকের সংকোচন (১০০-১২০ প্রতি মিনিট) জড়িত। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, যদি কার্ডিয়াক অ্যারেস্টের প্রথম কয়েক মিনিটে সিপিআর করা হয়, তবে হার্ট অ্যাটাকের রোগী বেঁচে থাকার সম্ভাবনা দ্বিগুণ বা তিনগুণ বাড়তে পারে।

আরও পড়ুন:  Interesting facts: আপনি কি জানেন, বিয়ারের বোতলের রং বাদামি বা সবুজ হয় কেন ?

Featured article

%d bloggers like this: