30 C
Kolkata

Hair care tips: আমন্ড ব্যাবহারে দূর হবে চুলের রুক্ষ ভাব!

নিজস্ব প্রতিবেদন: অনেকেরই চুল আজকাল রুক্ষ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ওষুধ ও নামী দামী প্রোডাক্ট ব্যবহার করেও এ সমস্যার সমাধান করা যাচ্ছে না। তাই জেনে নিন কীভাবে আমন্ড ব্যবহার করে চুলের রুক্ষ ভাব দূর করা সম্ভব।

  • শুধু শারীরিক ও মানসিক স্বাস্থ্যই নয়। আমন্ড চুল ও ত্বকের যত্ন নিতেও দারুণ কার্যকরী। বিশেষজ্ঞদের দাবী, আমন্ডের মতো আমন্ডের খোসাতেও রয়েছে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিডেন্ট। আমন্ডের খোসাকে চুলের সৌন্দর্য বৃদ্ধিতে কাজে লাগানো সম্ভব।
  • আমন্ডের খোসার মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন ‘ই’ , যা চুলের জন্য খুবই ভালো। চুল মজবুত রাখতে আমন্ডের খোসা দিয়ে তৈরি করুন হেয়ার।
  • আমন্ডের খোসার পেস্ট বানিয়ে নিন। তারপর তাতে ডিম, মধু ও অ্যালোভেরা জেল দিয়ে মিশিয়ে চুলে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রাখার পর জল দিয়ে চুল ধুয়ে নিন।
  • স্ক্যাল্পে চুলকানি , খুশকি এমনকী উকুনের সমস্যা থাকলে আপনি আমন্ডের খোসা ব্যবহার করতে পারেন।
  • চুলের রুক্ষতা আর শুষ্কতা দূর করতে সপ্তাহে তিন দিন করতে এই হেয়ার মাস্ক ব্যাবহার করতে পারলে রুক্ষ ভাব অনেকটাই কমতে থাকে।
আরও পড়ুন:  Interesting fact : পিরামিড তৈরির কর্মীদের কী খাওয়ানো হতো জানেন !

Featured article

%d bloggers like this: