31 C
Kolkata

Chirata water: সকালে খালি পেটে তিক্ত স্বাদের উপকারিতা !

নিজস্ব প্রতিবেদন: আয়ুর্বেদশাস্ত্র মতে, সকাল বেলা খালি পেটে চিরতার জল সেবন করল বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এক অর্থে এটি একটি ঔষধি ভেষজ। স্বাদে তেতো হলেও স্বাস্থ্যগুণে ভরপুর এই ভেষজ উদ্ভিদ। শরীরের অতিরিক্ত মেদ ঝরানো, জ্বর কমানো থেকে শুরু করে তারুণ্য বজায় রাখা সহ নানা সমস্যায় কাজ করে চিরতার পানি। এছাড়াও চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী।

অ্যালার্জির সমস্যা সমাধানেও চিরতা উপকারী পানীয়। অ্যালার্জির জন্য শরীর ফুলে যায়, চোখ ফুলে যায়। শরীরে র‌্যাশও দেখা যায় অনেক সময়, এক্ষেত্রে রোজ সকালে খালি পেটে চিরতার পানি পান করুন উপকার পাবেন।

চিরতার পানি পেট পরিষ্কারেও খুব উপকারী। এটি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। এতে শরীর ভেতর থেকে পরিষ্কার হওয়ায় অনেকটাই ফ্রেশ অনুভূতি দেবে আপনাকে।

আরও পড়ুন:  Cooking tips: বিকেলের টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু সিঙ্গারা

চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। কারণ চিরতা রক্তে চিনির পরিমাণ কমায়। ব্লাডের সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া চিরতার পানি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় অনেকটাই।

অনেকেরই মারাত্মক অ্যালার্জির সমস্যা থাকে। অ্যালার্জির জন্য শরীর ফুলে যায়, চোখ ফুলে যায়। শরীরে র‌্যাশও দেখা যায় অনেক সময়। চিরতা এক্ষেত্রে উপকারী। রোজ সকালে খালি পেটে চিরতার পানি পান করুন উপকার পাবেন।

আজকাল অনেকেই লিভারের সমস্যায় ভোগেন। এই সমস্যা নিয়ন্ত্রণ করতে চিরতার পানি উপকারী। চিরতার পানি লিভারকে পরিষ্কার রাখে। এ ছাড়া এই পানীয় লিভারের বিভিন্ন সমস্যা যেমন ফ্যাটি লিভার ও আরও অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে।

এটি বদহজম, অ্যাসিডিটি থেকে রক্ষা করে। এ ছাড়া যদি আপনার কোষ্ঠ্যকাঠিন্যর সমস্যা থাকে তাহলে নিয়মিত চিরতার পানি পান করার অভ্যাস থাকা ভাল। অ্যানিমিয়ার সমস্যা কমাতেও চিরতার পানি খুব উপকারী। কারণ চিরতার পানির রক্ত উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, চিরতা আর কালমেঘ কিন্তু এক নয়, অনেকেই এটা গুলিয়ে ফেলেন।

আরও পড়ুন:  WB Government: আর্থিক অনটনে পড়া বন্ধ ! পেতে পারেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কিভাবে ?

Featured article

%d bloggers like this: