31 C
Kolkata

Beauty tips: চোখের নীচের কালো ছোপ দূর করতে যা করবেন! রইল টিপস

নিজস্ব প্রতিবেদন: বেশি প্রোডাক্ট ব্যবহার করলে যে বেশি উপকার পাওয়া যায় এমনটা কিন্তু একেবারেই নয়। চোখের আশপাশের যত্নে যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করা হয়, তা যে খুব বেশি পরিমাণ লাগে এমন না।

চোখের নিচে লাগানোর জন্য আঙুলের মধ্যে অনামিকা ব্যবহার করাই ভালো। চোখের চারপাশের ত্বক পাতলা এবং স্পর্শকাতর হয় তাই সহজেই শুষ্ক হয়ে পড়ে। তাই সামান্য চাপ লাগলেই চোখের তলার রক্তবাহিকাগুলো ছিঁড়ে যেতে পারে। ফলে কালচে ছোপ, ফোলাভাব বা বলিরেখার মতো সমস্যা দেখা যায়।

কালোছোপ দূর করতে যা করতে হবে-

  • প্রথমে দুই হাত ভাল করে ধুয়ে নিন।
  • আঙুলের ডগায় খুব অল্প পরিমাণ ক্রিম নিয়ে নিন।
  • হালকা করে চোখের চারপাশে লাগিয়ে নিন।
  • এ বার অনামিকার সাহায্যে হালকা হাতে অর্ধচন্দ্রাকারে চোখের তলায় এবং চোখের পাতার ওপরে মাসাজ করুন।
  • এছাড়াও চোখের বাইরের দিকের কোণ থেকে ভুরুর দিকেও মাসাজ করুন।
আরও পড়ুন:  Health tips : প্রতিদিন পান খাচ্ছেন ? জেনে নিন কী হতে পারে !

Featured article

%d bloggers like this: