নিজস্ব প্রতিবেদন: যারা সবসময় বাইরে চলাফেরা করেন তাদের অধিকাংশের মুখে ও শরীরে দেখা দেয় সান বার্নস। এই সমস্যা দূর করতে বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করা হয়। তবে অ্যালোভেরা ব্যবহার করেও এ থেকে মুক্তি পাওয়া সম্ভব।জ্বালা কমাতে যুগ যুগ ধরে অ্যালোভেরার ব্যবহার চলে আসছে। তবে বিশেষজ্ঞদের দাবী, সান বার্নকমাতেও এর জুড়ি মেলা ভার।

সান বার্নস কমাতে সহজে কীভাবে অ্যালোভেরা ব্যবহার করবেন জানুন!
- প্রথমত, এটি সরাসরি ত্বকে লাগাতে পারেন। সরাসরি যে অংশে ত্বকের সান বার্ন হয়েছে, সেই অংশে একেবারে গাছ থেকে তুলে আনা তাজা অ্যালোভেরা ব্যাবহার করুন।
- নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে অ্যালোভেরা সান বার্নের উপর লাগিয়ে রাখুন। তাতেও দারুণ কাজ দেয়।
- আরও একটি উপায় রয়েছে। অ্যালোভেরা ভালো করে বেঁটে একটি আইস ট্রে-তে রেখে দিন। তারপর সেই আইস কিউব সান বার্নস-এ লাগান।
- এছাড়াও সান বার্নস রোধে অ্যালোভেরা সমৃদ্ধ বডি লোশন দারুণ কার্যকর।তবে, এক্ষেত্রে লোশনে অ্যালোভেরার মাত্রা যেন বেশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।